পদক জয়ের আশা নিয়েই মধ্যপ্রদেশের উদ্যেশ্যে রওনা হলো ত্রিপুরা দল

আগরতলা, Mar 19, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
পদক জয়ের আশা নিয়েই মধ্যপ্রদেশের উদ্যেশ্যে রওনা হলো ত্রিপুরা দল।।।
মধ্যপ্রদেশের বিদিশাতে অনুষ্ঠিত হবে ৪৫ তম জাতীয় জুনিয়র বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা। ২৩-২৭ মার্চ হবে আসর। আসরে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সকালে রওয়ানা হলো ত্রিপুরা দল মধ্যপ্রদেশের উদ্যেশ্যে। ত্রিপুরা দলের খেলোয়াড়দের বাধারঘাট স্টেশনে জার্সি তুলে দেয়া হলো রাজ্য হ্যান্ডবল সংস্থার তরফে। রাজ্য সংস্থার সম্পাদক লিটন রায় ও গেলেন ত্রিপুরা দলের সঙ্গে। রাজ্য দল: অলক চাকমা, সুদীপ গোপ, রণিত পাল, ইন্দ্রজিৎ দাস, অমর কলই, অয়ন দেবনাথ,আকাশ সূত্রধর, হৃদয় ত্রিপুরা,শুভঙ্কর রায়, সাগর সূত্রধর, প্রীতম সরকার, সত্যজিৎ পাল, তুহিন কুমার পাল, শুভ বসাক, সম্রাট নন্দী। কোচ: কাহিনি দেববর্মা এবং পঙ্কজ দাস।