পাওয়ার লিফটিংয়ে পদকজয়ী খেলোয়ারদের সংবর্ধনা প্রদান।


newsagartala24.com Images

আগরতলা, Sep 12, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


ঝাড়খন্ডে গত চার থেকে সাত সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ইস্টার্ন ইন্ডিয়া সিনিয়র পুরুষ ও মহিলাদের ক্লাসিক এন্ড ইকুইপ্যাড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় বিগত দিনের মতো এবারও ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে অংশ নেয় রাজ্য দল। প্রত্যাশামতো ফলাফল করতে সক্ষম না হলেও প্রতিযোগিতায় রাজ্য দলের ঝুলিতে দুটি স্বর্ণপদকসহ মোট ছয়টি পদক ছিনিয়ে আনে রাজ্যের খেলোয়াড়রা।

চ্যাম্পিয়নশীপের ইকিউপেট বিভাগে ৯৩ কেজিতে রাজেশ শর্মা ও ৭৬ কেজিতে লক্ষ্মী রানী সরকার স্বর্ণপদক লাভ করে। অন্যদিকে ক্লাসিকের লক্ষ্মী রানী সরকার সিলভার পদক ছিনিয়ে আনে ক্লাসিকের ৮৩ কেজি বিভাগে অমরজিৎ দাস ও ১২০ কেজি বিভাগে পলাশ শীল ব্রোঞ্জ এবং ১২০ কেজিতে সিলভার পেল প্রিয়তোষ দাস। বৃহস্পতিবার আগরতলা এনএসআরসিসিতে এক সাংবাদিক সম্মেলনের সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করল ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন