পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যপদ পূরণের নির্দেশ রাজ্যপালের


newsagartala24.com Images

Agartala, Jan 18, 2024, ওয়েব ডেস্ক থেকে


কলকাতা, ১৮ জানুয়ারি : দীর্ঘদিন ধরে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সদস্যপদ খালি। শুধু তাই নয় চেয়ারম্যান পদেও কাউকে বহাল করা হয়নি। যার ফলে রাজ্যের বেকার যুবক–যুবতীরা বঞ্চিত হচ্ছেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সকল পদ পূরণের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার কড়া নির্দেশ দেন। রাজভবন থেকে এক বিবৃতি জারি করে একথা জানান হয়।

উল্লেখ্য, রাজ্যের মানুষের অভাব অভিযোগ জানতে রাজভবনে চালু করা হয়েছে পিস রুম। যেখানে সাধারণ মানুষ নিজেদের অভিযোগ সরাসরি রাজ্যপালকে জানতে পারেন। সেখানে প্রতিদিন চাকরি প্রার্থীদের এই সংক্রান্ত বহু অভিযোগ জমা পরছে। মূলত পিএসসি বোর্ড গঠনে সরকারের সিদ্ধান্ত গ্রহণে দেরি হওয়ার কারণে তাদের কর্মসংস্থানের সম্ভাবনা ব্যাহত হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যকে যুদ্ধকালীন তৎপরতায় পিএসসি বোর্ড গঠনের নির্দেশ দিলেন রাজ্যপাল।