পিএম-ই বাস সেবা শহুরে গতিশীলতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে : প্রধানমন্ত্রী মোদী


newsagartala24.com Images

Agartala, Aug 17, 2023, ওয়েব ডেস্ক থেকে


পিএম-ই বাস সেবা শহুরে গতিশীলতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে। এমনই আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করে জানিয়েছেন, “এই সেবা দেশের নগর পরিবহন পরিকাঠামোকে শক্তিশালী করবে।” প্রধানমন্ত্রী মোদী আরও জানান, “এই পদক্ষেপ সংগঠিত বাস পরিষেবা ছাড়াই শহরগুলিকে অগ্রাধিকার দেয় এবং এটি পরিচ্ছন্ন এবং আরও দক্ষ পরিবহনের পাশাপাশি বেশ কয়েকটি কর্মসংস্থান সৃষ্টি করবে।”

উল্লেখ্য, বুধবারই পিএম ই-বাস পরিষেবায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে ব্যয় হবে ৫৭,৬১৩ কোটি টাকা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “পিএম ই-বাস পরিষেবার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৭,৬১৩ কোটি টাকা। সমগ্র দেশে ১৬৯টি শহরে পিএম-ই বাস সেবা চালু করা হবে। ১০ হাজার নতুন ইলেকট্রিক বাস চালু করা হবে।