পূর্ব শিবনগরে ভাড়া বাড়ি থেকে এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার


newsagartala24.com Images

আগরতলা, Feb 19, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


পূর্ব শিবনগরে ভাড়া বাড়ি থেকে এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার   ভাড়া বাড়ি থেকে এক কলেজ ছাত্রর মৃতদেহ উদ্ধার। ঘটনা বুধবার সকালে রাজধানীর পূর্ব থানার অধীন পূর্ব শিবনগরের অনিক ক্লাব সংলগ্ন এক বাড়িতে। এদিন খবর পেয়ে পূর্ব থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
ভাড়া বাড়ি থেকে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃতদেহ উদ্ধার ।ঘটনা বুধবার সকালে রাজধানীর পূর্ব শিবনগরের অনিক ক্লাব সংলগ্ন এলাকায় ।জানা গেছে অনীক ক্লাব সংলগ্ন এলাকার তপন কুমার পালের বাসভবনে কয়েকজন ছাত্রছাত্রী ভাড়া থেকে এমবিবি এবং বি বি এম সি কলেজে পড়াশোনা করে।এই বাড়িতেই গত বছর দুয়েক ধরে ভাড়া থেকে এমবিবি কলেজে পড়াশোনা করছিল বিপুল জমাতিয়া ।তার বাড়ি উদয়পুর মহকুমার কিল্লা এলাকায় ।এদিন বাড়ির মালিক তপন কুমার পাল জানান, তিন তলার একটি ঘরে ভাড়া থাকতো বিপুল জামাতিয়া ।গত কয়েকদিন ধরে ওর শরীর খারাপ ছিল।

বুধবার তার ঘরের পাশের একটি ছাত্রীর কাছ থেকে ভাড়া আনতে জান তিনি। তখন তার দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে বিপুল জমাতিয়াকে মৃত অবস্থায় দেখতে পান ।সাথে সাথে তিনি তার বাড়িতে এবং পূর্ব থানায় খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। এদিন পূর্ব থানার পুলিশ আধিকারিক জানান ,ময়না তদন্তের রিপোর্ট না পেলে যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে সঠিকভাবে কিছু বলা যাবে না ।তিনি জানান তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে নিয়ে যাবেন।
খবর পেয়ে মৃত যুবকের পিতা সহ আত্মীয় পরিজনরা কিল্লা থেকে আগরতলায় ছুটে আসেন ।তারা কান্নায় ভেঙে পড়েন ।এদিন ময়না তদন্তের পর জিবি হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহটি পরিবার-পরিজনদের হাতে তুলে দেন।