পূর্বাঞ্চলীয় দৃষ্টিহীনদের দাবার আসর শুরু হবে ২৬ শে
আগরতলা, Oct 20, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
পূর্বাঞ্চলীয় দৃষ্টিহীনদের দাবা প্রতিযোগিতা শুরু ২৬ অক্টোবর। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যের ৫৬ জন দাবাড়ু আসরে অংশ নেবে। ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় আসরের উদ্বোধন করবেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ। ২৮ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার। ১৩ সদস্যের ত্রিপুরা দল আসরের অংশ নেবে। আসরে ভালো ফলাফলের লক্ষ্যে ত্রিপুরা দলের দাবাড়ুদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন ম্যাট্রিক্স চেস আকাডেমির কোচ কিরীটি দত্ত। রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সি এ বি টি-র সচিব সঞ্জয় ধন ভৌমিক।
এদিকে ত্রিপুরা দলের কোচ কিরীটি দত্ত বিশ্বাস করেন, আসরে ভালো ফলাফল করবে ত্রিপুরা। রাজ্য দলের দাবাড়ুরা হলেন সঞ্জয় ধন ভৌমিক, বিশ্বজিৎ দেবনাথ, ক্লিন্টন বিশ্বাস, রতন দেবনাথ , অর্পণ কুমার দাস, সুশান্ত নম, সুকান্ত সরকার, ইন্দ্রজিৎ সরকার, ইরফান আলী, নয়ন চন্দ্র রায়, প্রসেনজিৎ দেবনাথ, রাজবীর দে এবং পাপন সূত্রধর। কোচ: কিরীটী দত্ত। এদিকে ১৩ থেকে ২৭ ডিসেম্বর উড়িষ্যায় অনুষ্ঠিত হবে দৃষ্টিহীনদের সপ্তম নাগেশ স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা। তাতে অংশ নেবে। ওই দলে রয়েছেন সুকান্ত সরকার (অধিনায়ক) বিশ্বজিৎ দেবনাথ, রঞ্জন দেব, সৌরভ সূত্রধর, মোহাম্মদ আজমত হোসেন, ইন্দ্রজিৎ সরকার, আকাশ দেবনাথ, রাজেন্দ্র পানুরিয়া, প্রসেনজিৎ দেবনাথ, নয়ন চন্দ্র রায়, সুকান্ত নম:, বিকাশ দাস, অজিত মালাকার, নিশিকান্ত মালাকার ,অর্পণ কুমার দাস , কুশ শীল, জনি ঋষি দাস, লব শীল, সুদীপ দেবনাথ এবং রতন দেবনাথ। কোচ সঞ্জয় ধন ভৌমিক, ম্যানেজার অপূর্ব চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সচিব সহদেব সাহা, আহ্বায়ক রামু দেবনাথ, যুগ্ম সচিব সুজিত দাস, পাবলিসিটি সচিব সুস্মিতা দত্ত রায় এবং কোষাধক্ষ্য মাধব ঘোষ।