পৃথিবীতে চাঁদের ছবি পাঠাল ইসরোর চন্দ্রযান, ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য রয়েছে স্বাভাবিক
Agartala, Aug 18, 2023, ওয়েব ডেস্ক থেকে
পৃথিবীতে চাঁদের ছবি পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ মিশনে ল্যান্ডার মডিউলটি প্রপালশন মডিউল থেকে আলাদা হওয়ার পরপরই ল্যান্ডার ইমেজার ক্যামেরায় বেশ কিছু ছবি বন্দি করেছে। সেই ছবিগুলি প্রকাশ্যে এনেছে ইসরো। শুক্রবার ইসরো জানিয়েছে, ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য রয়েছে স্বাভাবিক।
শুক্রবার বিকেলে ইসরোর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, চন্দ্রযান-৩ মিশনে ল্যান্ডার মডিউলটি প্রপালশন মডিউল থেকে আলাদা হওয়ার পরপরই ল্যান্ডার ইমেজার ক্যামেরায় বেশ কিছু ছবি বন্দি করেছে। সেই ছবি ইসরো দেশবাসীর সামনে তুলে ধরেছে। তাতে স্পষ্টভাবে চাঁদকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন হাতের লাগালে চলে এল চাঁদ। ইসরো জানিয়েছে, ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে। ল্যান্ডার মডিউল সফলভাবে একটি ডিবুস্টিং অপারেশন করেছে, যা কক্ষপথকে ১১৩ কিমি x ১৫৭ কিমিতে কমিয়ে দিয়েছে। দ্বিতীয় ডিবুস্টিং অপারেশনটি ভারতীয় সময় অনুযায়ী ২০ আগস্ট দুপুর দু’টোয় নির্ধারিত হয়েছে।