প্রগতির দুরন্ত জয়ে ‘‌বি’  গ্রুপ জমে উঠলো


newsagartala24.com Images

আগরতলা, Dec 19, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


প্রগতির দুরন্ত জয়ে ‘‌বি’ 
গ্রুপ জমে উঠলো
আসর জমিয়ে দিলো প্রগতি প্লে সেন্টার। গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে চলো সঙ্ঘকে পরাজিত করে। এখন ‘‌বি’ গ্রুপ থেকে কোন্ দুই দল সুপার ফোরে যাবে তা শেষ ম্যাচে ফয়সলা হবে। আপাতত লড়াইযে রয়েছে প্রগতি, এগিয়ে চলো এবহং এন এস আর সি সি। তবে রান রেইটে কিছুটা পিছিয়ে রয়েছে আর সি সি। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার প্রগতি প্লে সেন্টার ৯৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে এগিয়ে চলো সঙ্ঘকে। ম্যাচে ব্যাট ও বল-‌ দুবিভাগেই দাপট দেখায় নয়নমনি দেববর্মা-‌র ছেলেরা।‌

সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শ্রষ্ঠাংশু দেবের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রগতি প্লে সেন্টার নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। দলের পক্ষে ওপেনার শ্রেষ্ঠাংশু ১০৫ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬৯,যশ দেববর্মা ৬৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৭ এবং রাহুল মিঁয়া ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। এগিয়ে চলো সঙ্ঘের পক্ষে দ্বীগবিজয় মজুমদার ২৩ রানে ৩টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে প্রগতির বোলারদের সাড়াশি আক্রমণে এগিয়ে চলো সঙ্ঘ গুটিয়ে যায় মাত্র ৫০ রানে। দলের পক্ষে একমাত্র শ্রেয়ন ভৌমিক দুই অঙ্কের রানে পা রাখে। শ্রেয়ন ৬৯ বল খেলে ১১ রান করে। প্রগতির পক্ষে দেবপ্রিয়া দে ৬ রানে, ঋদ্ধিমান  কর ১২ রানে এবং নবীন উদ্দিন ১৫ রানে ২ টি করে উইকেট দখল করে।