প্রধানমন্ত্রী ভুটান পৌঁছেছেন
নয়াদিল্লি, Mar 22, 2024, ওয়েব ডেস্ক থেকে
নয়াদিল্লি, ২২ মার্চ, ২০২৪ (পি আই বি) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ ও ২৩ মার্চ ভুটান সফর করতে শুক্রবার পারোতে এসে পৌঁছেছেন। ভারত এবং ভুটানের মধ্যে নিয়মিত উচ্চ-পর্যায়ে বিনিময়ের যে ঐতিহ্য রয়েছে তারই ধারা রক্ষার্থে এই সফর করা হচ্ছে এবং ‘প্রতিবেশী প্রথম নীতি’তে সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রীকে পারো বিমান বন্দরে ভুটানের প্রধানমন্ত্রী মান্যবর শেরিং তোবগে উষ্ণতার সঙ্গে সাদরে গ্রহণ করেন এবং সেই সঙ্গে ছিল চিরাচরিত আনুষ্ঠানিক স্বগতম জানানোর উপস্থাপনা।
প্রধানমন্ত্রী তাঁর ভুটান সফর কালে ভুটানের রাজা মহা মান্যবর জিগমে খেসার ওয়াংচুক এবং ভুটানের চতুর্থ রাজা মহা মান্যবর জিগমে সিংগে ওয়াংচুকের সংঙ্গে একযোগে দর্শক শ্রোতাদের সঙ্গে মিলিত হবেন । এবং এ ছাড়াও তিনি ভুটানের প্রধানমন্ত্রী মান্যবর শেরিং তোবগের সঙ্গে আলোচনা করবেন।
প্রধানমন্ত্রী থিম্পুতে ভারত সরকারের সহায়তায় নির্মিত অত্যাধুনিক ব্যবস্থা সম্বলিত ‘জিয়ালশুয়েন জেতশুন পেমা মা ও শিশু হাসপাতাল’এর উদ্বোধন করবেন।