প্রীতি ক্রিকেটে জয় অব্যাহত জেআরসি-র ,চ্যালেঞ্জিং স্কোরেও হারলো টিএনজিসিএল


newsagartala24.com Images

আগরতলা, Feb 11, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


প্রীতি ক্রিকেটে জয় অব্যাহত জেআরসি-র ,চ্যালেঞ্জিং স্কোরেও হারলো টিএনজিসিএল।।।।
 এবারও জয়ী সাংবাদিক ক্রিকেটারদের দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। ১৬ ওভারে ১৪১ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে টিএনজিসিএলও অনেকটা চ্যালেঞ্জিং বাতাবরণ তৈরি করেছিল। ২৪x৭ অর্থাৎ রাত-দিন এক করে পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ততার মধ্যেও থেকেও নিয়মিত প্রীতি ক্রিকেটে লেগে থাকা দুই দল টিএনজিসিএল ও জেআরসি-র মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচটি বেশ উপভোগ্যকর ঠেকেছে। স্থানীয় ভোলাগিরি মাঠে সকালে ম্যাচ শুরুতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে টিএনজিসিএল নির্ধারিত ১৬ ওভারে আট উইকেটে ১৪০ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সত্যজিৎ সূত্রধরের ৩৭ রান, সৌরভ বৈদ্যের ২৮ রান, অধিনায়ক প্রশান্ত দত্ত-এর ২৬ রান এবং পৃথ্বীরাজ ভট্টাচার্যের ১৭ রান উল্লেখযোগ্য। জেআরসি-র বোলিংয়ে বিশ্বজিৎ দেবনাথ তিনটি, অভিষেক দে ও দিব্যেন্দু দে দুটি করে উইকেট পান। এছাড়া, অনির্বাণ দেব পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটির মেঘধন দেব ও সুব্রত দেবনাথ তেমন আশাপ্রদ সূচনা করতে না পারলেও মৃদুল চক্রবর্তী ও বাপন দাস এর জুটি অত্যন্ত দৃঢ়তাপূর্ণ ব্যাটিং পারফর্ম্যান্স উপহার দিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। মৃদুল ৭৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ী করার পাশাপাশি ম্যান অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। বাপন দাসের অপরাজিত ৫০ রানও যথেষ্ট উল্লেখের দাবি রাখে। টিএনজিসিএল-এর পৃথ্বীরাজ ও সত্যজিৎ একটি করে উইকেট পেয়েছেন। জেআরসি-র অন্যান্যদের মধ্যে প্রসেনজিৎ সাহা, মিল্টন ধর, সুমন সাহা, অভিষেক দেববর্মা এবং জাকির হোসেনের সম্মিলিত পারফরম্যান্স দলকে আজ দুর্দান্ত জয় এনে দিয়েছে। খেলা শেষে মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে টিএনজিসিএল-এর সিএফ ও এন্ড এইচওডি সুব্রত দেবনাথ, ডেপুটি ম্যানেজার পৃথ্বীরাজ ভট্টাচার্য ও প্রশান্ত দত্ত এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অভিষেক দে প্রমূখ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। টিএনজিসিএল-এর পক্ষে সিএফও সুব্রত দেবনাথ এবং জেআরসির পক্ষে অভিষেক দে সংক্ষিপ্ত বক্তৃতায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আগামী দিনে আরও সাড়া জাগানো প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।