প্রীতি ক্রিকেটে জয়ী আগরতলা প্রেসক্লাব


newsagartala24.com Images

আগরতলা, Dec 24, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


প্রীতি ক্রিকেটে জয়ী আগরতলা প্রেসক্লাব অভিষেক ম্যাচে দারুন খেলেছে লংতরাই
 প্রীতি ক্রিকেটে অভিষেক ঘটেছে টিম ল়ংতরাই-এর। ‌প্রথম ম্যাচেই দারুন লড়েছে লংতরাই গুঁড়ো মশলা ইন্ডাস্ট্রির ক্রিকেটার স্টাফেরা। অপরদিকে মরশুমের প্রথম ম্যাচে জয় পেয়েছে আগরতলা প্রেসক্লাব। নিয়মিত প্রীতি ক্রিকেটে লেগে থাকা সাংবাদিক ক্রিকেটারদের নিয়ে সমৃদ্ধ আগরতলা প্রেসক্লাবের ক্রিকেট টিম আজ, রবিবার ৩ উইকেটের ব্যবধানে লংতরাই গুঁড়ো মশলা ইন্ডাস্ট্রি টীমকে হারিয়েছে। পেশাগত প্রচন্ড কর্মব্যস্ততার মাঝে ছুটির দিনে সবুজায়ন পরিবেশে রাণির বাজার ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে আগরতলা প্রেসক্লাব জয় লাভ করেছে। জয় পরাজয় নিছক কাগজে-কলমে।

প্রকৃতপক্ষে বিনোদনমূলক একদিনের খেলাধুলা এবং মতবিনিময় এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়। টসে জিতে প্রেসক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে লংতরাই টিমকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তাঁরা টি-টোয়েন্টি আদলে ১৩৯ রানের টার্গেট ছুঁড়ে দেয়। জবাবে প্রেসক্লাব সাত উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ‌দুর্দান্ত বোলিং ও ব্যাটিংয়ের সুবাদে বিশ্বজিৎ দেবনাথ ম্যান অব দ্যা ম্যাচ-এর পুরস্কার পান। লংতরাই-এর পক্ষে ব্যাটিং-এ অভিষেক গোস্বামী এবং বোলিংয়ে রুপেশ ভৌমিক পুরো দলকে নিয়ে লড়াকু মেজাজে খেললেও টিম প্রেসক্লাবের বিশ্বজিতের পাশাপাশি অধিনায়ক অভিষেক দে, সুব্রত দেবনাথ, প্রসেনজিৎ সাহা,  মিল্টন ধর, অনির্বাণ দেব, সহ অধিনায়ক সুমন ঘোষ, সিশান চক্রবর্তী, সন্তোষ গোপ, অভিষেক দেববর্মা, জাকির হোসেন, কৃশানু দেববর্মা, বিষ্ণুপদ বণিক, অঞ্জন দেব-দের সম্মিলিত পারফরম্যান্সের কাছে টিম লংতরাইকে হার মানতে হয়েছে। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে লংতরাই গুঁড়ো মশলা ইন্ডাস্ট্রির কর্ণধার রতন দেবনাথ, রানীর বাজার প্লে সেন্টার ফোরামের কোষাধ্যক্ষ মঈন উদ্দিন এবং প্রেসক্লাবের ক্রিকেট টিম ম্যানেজার তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।‌ প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি তথা টিম ক্যাপ্টেন অভিষেক দে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজনে লংতরাই গুঁড়ো মশলা ইন্ডাস্ট্রির প্রোপ্রাইটর এবং দুই দলের প্রত্যেক সদস্যদের ধন্যবাদ জানান। ম্যাচ শুরুতে জিরানিয়া ক্রিকেটে এসোসিয়েশনের সম্পাদক গৌতম মজুমদার মাঠে উপস্থিত ছিলেন এবং দু দলের খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন। উল্লেখ্য, আয়োজক লংতরাই ইন্ডাস্ট্রির কর্ণধার তথা টিম ক্যাপ্টেন রতন দেবনাথ  সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এই ম্যাচ জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।