প্রীতি ক্রিকেটে জয়ে ফিরেছে জেআরসি


newsagartala24.com Images

আগরতলা, Dec 17, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


প্রীতি ক্রিকেটে জয়ে ফিরেছে জেআরসি
অভিষেক ম্যাচে দারুন খেলেছে স্বর্ণকমল
 প্রীতি ক্রিকেটে অভিষেক ঘটেছে স্বর্ণ কমল জুয়েলার্সের। ‌প্রথম ম্যাচেই দারুন লড়েছে স্বর্ণ কমলের ছেলেরা। অপরদিকে জয়ে ফিরেছে জেআরসি। নিয়মিত প্রীতি ক্রিকেটে লেগে থাকা সাংবাদিক ক্রিকেটারদের দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আজ, রবিবার ৬ উইকেটের ব্যবধানে স্বর্ণকমল জুয়েলার্সকে হারিয়ে জয়ে ফিরেছে। পেশাগত প্রচন্ড কর্মব্যস্ততার মাঝে ছুটির দিনে সবুজে ঘেরা ভোলাগিরি গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে জেআরসি ফের জয় লাভ করেছে। জয় পরাজয় নিছক কাগজে-কলমে, পরিসংখ্যানের হিসেব-নিকেশে। প্রকৃতপক্ষে বিনোদনমূলক একদিনের শরীরচর্চা এবং সম্প্রীতির বাতাবরণে মতবিনিময় এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়।

টসে জিতে জেআরসি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্বর্ণকমল জুয়েলার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তাঁরা টি-টোয়েন্টি আদলে ৮৫ রানের টার্গেট ছুঁড়ে দেয়। জবাবে জেআরসি চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ‌দুর্দান্ত বোলিং ও ব্যাটিংয়ের সৌজন্য স্বরূপ অনির্বাণ দেব ম্যান অব দ্যা ম্যাচ-এর পুরস্কার পান। এছাড়া, সেরা বোলার হিসেবে জাকির হোসেন ও সেরা ব্যাটসম্যান হিসেবে মনোজিৎ দাস পুরস্কৃত হয়েছেন। স্বর্ণকমলের পক্ষে ব্যাটিং-এ তপন দেববর্মা, অভিনাশ দেববর্মা এবং বোলিংয়ে বাবলু দেবনাথ পুরো দলকে নিয়ে লড়াকু মেজাজে খেললেও জেআরসি-র অনির্বাণ, জাকির, মনোজিতের পাশাপাশি মৃদুল চক্রবর্তী, মেঘধন দেব,  অভিষেক দে, সুব্রত দেবনাথ, প্রসেনজিৎ সাহা, বিশ্বজিৎ দেবনাথ, মিল্টন ধর, দিব্যেন্দু দে, বিষ্ণুপদ বণিক, মিঠুন দাস-দের সম্মিলিত পারফরম্যান্সের কাছে টিম স্বর্ণকমলকে হার মানতে হয়েছে। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে স্বর্ণকমল জুয়েলার্স-এর কর্ণধার গোপাল চন্দ্র নাগ, ডিরেক্টর দিবাকর নাগ ও জয় নাগ, চীফ এক্সিকিউটিভ টুটন দাস এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জেআরসি-র সাধারণ সম্পাদক অভিষেক দে এগ ধরনের প্রীতি ম্যাচ আয়োজনে স্বর্ণকমল জুয়েলার্স এর প্রোপ্রাইটর এবং স্বর্ণকমল পরিবারের প্রত্যেক সদস্যদের ধন্যবাদ জানান। বিশেষ অতিথি সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সহ সভাপতি সরযূ চক্রবর্তী উপস্থিত থাকতে পারেন নি তবে, দুরাভাসে ম্যাচের উদ্যোক্তাদের ভূয়ষী প্রশংসা করেন। উল্লেখ্য, দু-দলের ক্যাপ্টেন অভিষেক দে এবং সমীর আঢ্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এই ম্যাচ জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন