প্রীতি ক্রিকেটে স্কুল অফ সায়েন্সকে হারালো টিএসজেসি।
Agartala, Jan 02, 2024, ওয়েব ডেস্ক থেকে 24
ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ৩২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এমবিবি কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় স্পোর্টস জার্নালিস্ট ক্লাব হারালো স্কুল অফ সায়েন্স টিমকে। বেলা সাড়ে দশটায় ম্যাচ শুরুর আগে দু দলের খেলোয়ার, ক্লাব প্রেসিডেন্ট সরযূ চক্রবর্তী, সহ-সভাপতি কিরিটি দত্ত, সিনিয়র সদস্য মনিময় রায়, সম্পাদক সুপ্রভাত দেবনাথ এবং কার্যকরী সদস্য তথা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক অভিষেক দে, স্কুল অফ সায়েন্সের কর্ণধার তথা অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য প্রমূখ সুদৃশ্য কেক কাটার মধ্য দিয়ে ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। খেলার শুরুতে টস জিতে টিম টিএসজেসি-র অধিনায়ক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। স্কুল অফ সায়েন্স ব্যাটিংয়ের সুযোগ পেয়ে টি-২০ ফরম্যাটে সীমিত ওভারে সব কটি উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুদীপ্ত দেববর্মার ২৮ রান ও সৌরভ সূত্রধরের ২১ রান উল্লেখযোগ্য। টিএসজেসি-র বোলার বিশ্বজিৎ দেবনাথ ১০ রানে ৩টি উইকেট তুলে নিয়ে সেরা বোলারের ট্রফি পায়।
এছাড়া জাকির হোসেনও তিনটি, প্রসেনজিৎ সাহা দুইটি এবং মনোজিৎ দাস একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ৯.৩ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে টিএসজেসি জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সুব্রত দেবনাথ সর্বাধিক ৪২ রান সংগ্রহ করে সেরা ব্যাটসম্যানের ট্রফি পায়। তবে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুন খেলে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি পেয়েছে প্রসেনজিৎ সাহা। ক্রীড়া সাংবাদিক ক্লাবের হয়ে অধিনায়ক মণিময় রায়, সহ অধিনায়ক অভিষেক দে, অনির্বাণ দেব, মিল্টন ধর, দিব্যেন্দু দে, অরূপ সিংহ রায়ের সম্মিলিত পারফরম্যান্সে স্কুল অফ সায়েন্স এবারও প্রীতি ক্রিকেটে পরাজয় স্বীকার করেছে। আম্পায়ার অর্জুন দেববর্মা, তন্ময় ধর ও সহ-স্কোরার রুপম দেবনাথকে আয়োজকদের পক্ষ থেকে পদক দিয়ে সম্মান জানানো হয়। খেলা শেষে মাঠেই এক বিশেষ অনুষ্ঠানে স্কুল অফ সায়েন্স'-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, টিএসজেসি-র পক্ষ থেকে ক্লাব সভাপতি সরযূ চক্রবর্তী, সচিব সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আগামী দিনেও এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধন জারি থাকবে বলে টিএসজেসি এবং স্কুল অফ সায়েন্স-এর পক্ষ থেকে প্রত্যাশার কথা জানানো হয়। টিএসজেসি-র আমন্ত্রণে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের ক্রিকেটাররা ও ম্যাচে সামিল হয়েছেন বলে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।