প্রীতি ম্যাচে জয়ী ত্রিপুরা পুলিশ।।

আগরতলা, Apr 06, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
প্রীতি ম্যাচে জয়ী ত্রিপুরা পুলিশ।।।
পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগরতলা প্রেস ক্লাব ও পশ্চিম ত্রিপুরা পুলিশের মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হলো শনিবার ভোলাগিরি মাঠে।ম্যাচে ৩ উইকেটে জয় লাভ করে পুলিশ দল।প্রথমে ব্যাট করে আগরতলা প্রেস ক্লাব দল
নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পুলিশ দল ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন পুলিশ দলের দীবাকর রায় সরকার। ম্যাচে দীবাকর রায় সরকার ব্যাটিং এ ৯ রান করেন ও বোলিং এ ৩ উইকেট তুলে নেন। ম্যাচে খোদ খেলেন পশ্চিম জেলার এসপি ডক্টর কিরণ কুমার কে ও।