ফেডারেশন কাপ বডিবিল্ডিংয়ে ত্রিপুরার প্রথম মহিলা রীতা নাগের স্বর্ণপদক জয়।


newsagartala24.com Images

আগরতলা, Feb 23, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


রাজ্য বাসীর জন্য সত্যিকার অর্থেই ক্রীড়া জগতের নিরিখে আজ, রবিবার আরও একটি গৌরবময় দিন। ত্রিপুরার প্রথম মহিলা হিসেবে রিতা (শ্রেয়া) নাগ জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতা তথা মডেল ফিজিক বিভাগে স্বর্ণপদক অর্জন করেছেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের লখণৌতে ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন আয়োজিত ১৪ তম ফেডারেশন কাপ ২০২৫ জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্বকারী দলের সদস্যা রীতা অনূর্ধ্ব ১৫৫ সেন্টিমিটার বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছেন। জাতীয় আসরে ত্রিপুরার নাম উজ্জ্বল করার মধ্য দিয়ে রীতার মতো ত্রিপুরা বডিবিল্ডিং এন্ড ফিটনেস এসোসিয়েশনের প্রত্যেকে এবং ক্রীড়া প্রেমী রাজ্যবাসী সকলেই গর্ব অনুভব করছেন। উল্লেখ্য, লখণৌ তে শনিবার থেকে এই ১৪তম ফেডারেশন কাপ বডিবিল্ডিং প্রতিযোগিতা শুরু হয়ে দু'দিনব্যাপী চ্যাম্পিয়নশিপ আজ, রবিবার শেষ হয়েছে। ত্রিপুরা থেকে ফেডারেশন কাপ এই বডি বিল্ডিং চ্যাম্পিয়ন শিপে ফেডারেশনের গাইডলাইন অনুযায়ী পুরুষ বিভাগে রাহুল সাহা এবং মহিলা বিভাগে রীতা নাগ অংশগ্রহণ করেছেন। ফেডারেশন কাপ বডি বিল্ডিং আসরে ত্রিপুরা বডিবিল্ডিং এন্ড ফিটনেস এসোসিয়েশনের সভাপতি তথা আন্তর্জাতিক জাজ তনয় দাসও উপস্থিত ছিলেন। কোচ ও টিম ম্যানেজার হিসেবে দলের সঙ্গে রয়েছেন প্রিয়াংকা দেবনাথ। রীতার দারুণ সাফল্যে সভাপতি তনয় দাস ও প্রিয়াঙ্কা দেবনাথ সহ টিবিএফএ-র প্রত্যেকে অভিনন্দন জানিয়েছেন।