ফের হারলো ত্রিপুরা,জয়ের হ্যাট্রিকে এগিয়ে উত্তর প্রদেশ।
আগরতলা, Oct 16, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
ভিনু মানকড়ে ফের হারলো ত্রিপুরা,জয়ের হ্যাট্রিকে এগিয়ে উত্তর প্রদেশ।
ব্যাটিং ব্যর্থতার ট্রেডিশন অব্যাহত। আর তাতেই পরাজিত হলো ত্রিপুরা। আসরের তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় পরাজয়ের তেঁতো স্বাদ পেলো ত্রিপুরা। অনূর্ধ্ব-১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। পালামের এয়ার ফোর্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৭ উইকেটে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে। মূলতঃ ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতা পরাজয়ের অন্যতম কারন। ত্রিপুরার গড়া ১৪২ রানের জবাবে উত্তর প্রদেশ ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ত্রিপুরার প্রীতম দাস ৪৯ রান করেন। উত্তরপ্রদেশের ইয়াশু প্রধান ব্যাট ও বল হাতে দাপট দেখান। মিজোরাম ম্যাচে ব্যাট হাতে সাফল্য পাওয়া দুই ওপেনার দেবাংশু এবং দ্বীপজয় সোমবার ব্যর্থ হওয়ায় শুরুতেই চাপে পড়ে যায় ত্রিপুরা। ওই অবস্থায় দীপঙ্কর ভাটনাগরের পরিবর্তে খেলতে নামা প্রীতম দাস সুযোগের সদ্ব্যবহার করেন। তৃতীয় উইকেটে দলনায়ক সপ্তজিৎ দাসের সঙ্গে ১৩৪ বল খেলে ৭৭ রান যোগ করে ত্রিপুরাকে কিছুটা বড় স্কোর গড়ার স্বপ্ন দেখান। কিন্তু প্রীতম এবং সপ্তজিৎ আউট হতেই ‘তাসের ঘরের’ মতো ভেঙ্গে যায় ত্রিপুরার ইনিংস। প্রীতম ৮৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৪৯ এবং সপ্তজিৎ ৬৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে দীপায়ন দাস ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ (অপ:) এবং অর্কজিৎ পাল ২০ বল খেলে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। উত্তরপ্রদেশের পক্ষে ইয়াশু প্রধান ২১ রান দিয়ে ৪ টি, আকশু বাজোয়া ১৩ রান দিয়ে, মহ: আসিয়ান ১৭ রান দিয়ে এবং রাজ নায়েক ২০ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে উত্তরপ্রদেশ ৩২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায়। দলের পক্ষে ইয়াশু প্রধান ৬৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৬১ রানে এবং মহ: আমন ৪৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে ইনজামাম হুসেন ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭, মহ: আশিয়ান ৪১ বল খেলে ১ টি বাউন্ডারিরসাহায্যে ১৬ এবং মানব সিন্ধু ২৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ত্রিপুরার পক্ষে রাকেশ রুদ্রপাল ২৪ রান দিয়ে, রোহন বিশ্বাস ৩৩ রান দিয়ে এবং অর্কজিৎ রায় ৩৬ রান দিয়ে ১ টি উইকেট দখল করেন। ১৮ অক্টোবর ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ বিদর্ভ।