ফ্রেন্ডস ইউনিয়নের খেপ খেলার খেসারত দিল ত্রিবেণী।।


newsagartala24.com Images

আগরতলা, Sep 08, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


প্রথম জয়ে উন্নতি ফ্রেন্ডস ইউনিয়নের খেপ খেলার খেসারত দিল ত্রিবেণী    আরও একটা অঘটন ঘটে গেল ফুটবল মাঠে।‌ না, সেটা এরকম ভয়ানক কিছু নয়। ডাকাবুকু ত্রিবেণী সংঘকে চাক্ষুষ ৩-০ গোলে হারিয়ে একদিকে যেমন নিজেদের অবস্থান একটু উপরে তুলে নিয়েছে। তেমনি ত্রিবেণী শিবিরে কিছুটা কালো মেঘের বাতাবরণ তৈরি করে দিয়েছে। সুপার ফোর-এ পৌঁছার ব্যাপারে কিঞ্চিৎ চিন্তার ভাঁজ তৈরি হয়েছে ত্রিবেণী সংঘে। খেলার আগে কিন্তু কাগজে-কলমে ত্রিবেণী সংঘ যথেষ্ট গুরুত্ব দিয়েছিল ফ্রেন্ডস ইউনিয়নকে।

তবে একাধিক ফুটবলারকে নিয়ে কানাঘুষো চলছে, তারা নাকি বৃহস্পতিবার কোথাও খেপ খেলেছে। প্রকারান্তরে তার-ই খেসারত আজ দিতে হয়েছে শহর দক্ষিণের একমাত্র প্রথম ডিভিশনের ক্লাব ত্রিবেণী সংঘকে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের ১৭ তম ম্যাচে আজ, শুক্রবার দুই অর্ধের ৩ গোলে ত্রিবেণী সংঘকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে। এই জয়ের সুবাদে ৩ পয়েন্ট প্রাপ্তির সৌজন্যে ঠিক এই মুহূর্তে ফ্রেন্ডস ইউনিয়ন ৯ দলীয় লিগ আসরে পয়েন্ট তালিকায় সর্বশেষ স্থান থেকে নিজেদের অবস্থান এক ধাপ উপরে তুলতে সক্ষম হয়েছে। মনোবল এখন তাদের তুঙ্গে। মনস্থির করছে অন্ততপক্ষে অবনমনের করাল গ্রাস থেকে শহর দক্ষিণের একমাত্র ক্লাব নিজেদের সুরক্ষিত রাখতে পারে কিনা। প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় দেবরাজের প্রথম গোল দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। গোলটি শোধ করার লক্ষ্যে ত্রিবেনীর ছেলেরা চেষ্টার ত্রুটি রাখেনি। কিন্তু পেরে উঠেনি দ্বিতীয়ার্ধে

ত্রিবেনীর ছেলেরা আরো কিছুটা থিতিয়ে পড়লে ফ্রেন্ডস ইউনিয়নের আক্রমণ ভাগের খেলোয়াররা ডিফেন্স ভেঙ্গে একাধিকবার গোলের চেষ্টা চালায়। কার্যত ৬১ মিনিটের মাথায় হাইয়ুম জমাতিয়া এবং ৮০ মিনিটের মাথায় আগর কুমার জমাতিয়া পরপর দুটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৩-০ হয়। বলা বাহুল্য, দুই অর্ধে দু দলের তিনজনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিনহা, অভিজিৎ দে, পল্লব চক্রবর্তী ও প্রতাপ দাস। দিনের খেলা: লাল বাহাদুর ব্যায়ামাগার বনাম রামকৃষ্ণ ক্লাব, বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।