বর্তমান সরকার পড়াশোনার পাশাপাশি  ক্রীড়াক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে। CM


newsagartala24.com Images

আগরতলা, Jul 02, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


পানিসাগরে আত্মপ্রকাশ করলো সিন্থেটিক এথলেটিক্সের ট্রেক।।।দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে পানিসাগরে আত্মপ্রকাশ হলো নব নির্মিত সিন্থেটিক এথেকেটিক্স ট্রেকের। মঙ্গলবার পানিসাগরে রিজিওনাল কলেজ অব  ফিজিক্যাল এডুকেশনের মাঠে উদ্ভোধন হলো ডক্টর অরুণাভ রায়ের নামাঙ্কিত সিন্থেটিক এথলেটিক্স ট্রেকের। এই ট্রেকের উদ্ভোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।

সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ ক্রীড়া দপ্তর ও কলেজের আধিকারিকরা। খেলো ইন্ডিয়া প্রকল্পে তৈরি হলো এই সিন্থেটিক এথলেটিক্স ট্রেকের। রাজ্যের এথলেটদের জন্য এটা বিশাল বড় একটা বিষয়।  বর্তমান সরকার পড়াশোনার পাশাপাশি  ক্রীড়াক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে। এরই অন্যতম এক দৃষ্টান্ত হলো এই এথলেটিক্স সিন্থেটিক ট্রেক। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই রাজ্য জুড়ে একাধিক সিন্থেটিক টার্ফ যুক্ত ফুটবল মাঠ, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ও অন্যান্য ক্রীড়া পরিকাঠামোগত সুবিধা সংযুক্ত হয়েছে রাজ্যের খেলোয়াড়দের জন্য।এই দিশায় মঙ্গলবার পানিসাগরস্থিত রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পরিসরে "খেলো ইন্ডিয়া" প্রকল্পে নবনির্মিত ডঃ অরুণাভ রায় সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাকের  উদ্বোধন হলো।ট্রেকে এথলেটরা নিজেদের প্রতিভা ও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সামনে।