বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ১৩৩ তম জন্মজয়ন্তী উদযাপিত
Agartala, Apr 14, 2023, ওয়েব ডেস্ক থেকে
ভারতের সংবিধানের রচয়িতা তথা ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের জন্ম হয় মধ্যপ্রদেশের মৌ শহরে এক গরীব দলিত পরিবারে। ভারতের চিরস্মরণীয় মহামানবীদের মধ্যে তিনি অন্যতম। ছোট থেকে প্রতিকূলতার সাথে যুদ্ধ করেছেন তিনি।অস্পৃশ্যতা ও জাতপাত এর বিরুদ্ধে লড়াই করে ডঃ বি আর আম্বেদকর প্রতিষ্ঠিত হয়েছেন। তার ফলস্বরপ ডক্টর বি আর আম্বেদকর এর নেতৃত্বে তৈরি সংবিধান ১৯৪৯ সালে ২৬ শে নভেম্বর সংবিধান পরিষদ গ্রহণ করে।সারা দেশের সঙ্গে শুক্রবার ত্রিপুরায়ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ১৩৩ তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। তারই অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয়ে তপশিলি জাতি মোর্চার উদ্যোগে সংবিধান প্রণেতা ড: বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ তপশিলি মোর্চার সভাপতি টুটন দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডক্টর বি আর আম্বেদকর কে সভাপতি করে ভারতবর্ষের সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়। প্রায় ছয় মাস অক্লান্ত পরিশ্রম করে দেশের সমস্ত অংশ মানুষের স্বার্থ সুরক্ষিত রেখে দেশের সংবিধান রচনা করেন ডঃ বি আর আম্বেদকর। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন আমরা প্রতিটি ভারতবাসী সেই সংবিধানের স্বাদ পাচ্ছি। উনার অবদান কোনদিন ভারতবাসী ভুলতে পারবে না। ভারত মায়ের গর্ভে অনেক বীর মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন যা ভারতবর্ষের নাম উজ্জ্বল হয়ে আছে।