বায়ুদূষণের জেরে দিল্লিতে জরুরি অবস্থা জারি,


newsagartala24.com Images

Agartala, Nov 03, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ৩ নভেম্বর : রাজধানী দিল্লি এবং নিকটবর্তী প্রধান শহর নয়ডা ও উত্তর প্রদেশের গাজিয়াবাদে বায়ু দূষণের জেরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাতাস এতটাই দূষিত (বিষাক্ত) হয়ে গেছে যে মানুষের চোখ জ্বালা করছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

শুক্রবার ভোর ৫টায় পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এই তথ্য অনুসারে, দিল্লিতে একিউআই ৪৫৯ হয়েছে। নয়ডায় এই মাত্রা ৪১৮। সকালে গাজিয়াবাদের একিউআই রেকর্ড করা হয়েছে ৩৬৩-এ। বৃহস্পতিবার বিকেল ৫টায় দিল্লির গড় একিউআই ছিল ৪০২। এটি বায়ুর গুণমান সূচকের সবচেয়ে বিপজ্জনক স্তর হিসাবে বিবেচিত হয়। এদিন সকালেও এই মাত্রা অতিক্রম করেছে।

বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার দিল্লি সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই দিন (৩ ও ৪ নভেম্বর) স্কুল বন্ধ থাকবে। তবে অনলাইন ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে, আগামী দুই সপ্তাহে দূষণ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা।