বিজেপির নীতির বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন একটি রায় দিয়েছে ভারতবাসী।


newsagartala24.com Images

আগরতলা, Jul 10, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


বুধবার সি আই টি ইউ এর উদ্যোগে কেন্দ্রীয় রাজ্য সরকারের শ্রমিক শ্রমজীবী বিরোধী নীতির বিরুদ্ধে বারো দফা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলায় পশ্চিম জেলা ভিত্তিক এক জমায়েত সভা ও মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি সি আই টি ইউ রাজ্য দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্টে চৌমণিতে এসে সভায় মিলিত হয় । পরবর্তী সময়  সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি মানিক দে বলেন, বিজেপির নীতির বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন একটি রায় দিয়েছে ভারতবাসী। কিন্তু দেখা যাচ্ছে সরকার এসে সেই একই কায়দায় তাদের নীতিগুলি কার্যকর করতে শুরু করে দিয়েছে।

 

প্রথমত শ্রমজীবীদের জন্য তৈরি রায় তা বাস্তব কার্যকরী করার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে। সারা দেশের শ্রমিকদের ১০ থেকে ১২ ঘন্টা কাজ করিয়ে অল্প মজুরি দেওয়ার অভিযোগ তোলেন। আর এই ঠিকা শ্রমিক নামে মানুষের উপর এক প্রকারের অত্যাচার চালিয়ে যাচ্ছে তারা। আর এতে তাদের শ্রমকে চুরি করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এই শ্রমজীবী মানুষদেরএভাবে অত্যাচারের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবিতে সকলে ঐক্যবদ্ধ ভাবে এই জামাতে তারা সামিল হয়েছে বলে জানান তিনি