বিরোধীদের জন্য পশ্চিমবঙ্গে শুধুই কার্বনডাই অক্সাইড : সায়নী ঘোষ


newsagartala24.com Images

Agartala, Mar 30, 2024, ওয়েব ডেস্ক থেকে


বারুইপুর, ৩০ মার্চ (হি.স.) : যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন সায়নী ঘোষ। কখনও নাম সংকীর্তন করছেন আবার কখনও মোমো তৈরি করছেন। আসলে ভোটের প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে মিশে যেতে চাইছেন এই তৃণমূল প্রার্থী। প্রচারের প্রথম দিন থেকেই মানুষের অভূতপূর্ব সারা পাচ্ছেন বলে এদিন দাবি করেন সায়নী ঘোষ। শনিবার বিকেলে বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বেগমপুর পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচারে এসে এমনই মন্তব্য করেন তিনি। পাশাপাশি শুক্রবার সোনারপুর এলাকায় প্রচারে গিয়ে মানুষের বিক্ষোভের মুখেও পড়েছিলেন তিনি।

এদিন সায়নী বলেন, যে কোন পরিকল্পনা বাস্তবায়িত হতে গেলে সময় লাগে। বেশিরভাগ জায়গাতেই রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা মিটেছে। সামান্য কিছু সমস্যা থাকলে সেটাও মিটে যাবে। তবে এই বিক্ষোভের কারণে বিরোধীরা অক্সিজেন পাবে কিনা সেই প্রশ্নের জবাবে সায়নী বলেন, “ বিরোধীদের জন্য পশ্চিমবঙ্গে সবটাই কার্বন ডাই অক্সাইড। এজন্যই তাঁদের দম বন্ধ হয়ে আসছে, তাই উল্টোপাল্টা কথা বলছে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ও তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষকে পরিপূরক হিসেবে অক্সিজেন যোগায় আর সেটাই নির্বাচনের ফলে প্রকাশ পাবে।”