বিশালগড় প্রেস ক্লাবের আয়োজনে প্রীতি ক্রিকেটে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব জয়।


newsagartala24.com Images

আগরতলা, Jan 20, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


প্রীতি ক্রিকেটে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের জয় অব্যাহত। সম্প্রীতির মেলবন্ধন আরও দৃঢ় করার উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে সাংবাদিক ক্রিকেটারদের দল জেআরসি ৬৮ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। আজ, শনিবার এই ম্যাচের আয়োজক ছিল বিশালগড় প্রেস ক্লাব। জাঙ্গালিয়া স্কুল গ্রাউন্ডে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ের সুবাদে প্রাপ্ত চ্যাম্পিয়ন ট্রফি জেআরসি-র পক্ষ থেকে 'রেড রিবন ট্রফি' নামে উৎসর্গ করা হয়েছে। ত্রিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটির তরফ থেকে আজকের এই ম্যাচ স্পন্সর করার মধ্য দিয়ে সামাজিক সচেতনতা বোধ জাগ্রত করার প্রয়াস নেয়া হয়েছে।

বিজয়ী জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব এবং আয়োজক বিশালগড় প্রেসক্লাবের পক্ষ থেকেও সংশ্লিষ্ট পৃষ্ঠপোষকদের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, বরাবরের মতো এবারও বিশালগর প্রেস ক্লাবকে হারিয়ে দিলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। কুয়াশাছন্ন সকালে বিশালগড় প্রেসক্লাব বনাম জেআরসি-র মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে জেআরসি দল ৬৮ রানের ব্যবধানে হারিয়ে দিলো বি.পি.সি শিবিরকে। ম্যাচের শুরুতে উদ্বোধক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। সঙ্গে ছিলেন মহকুমা শাসক, পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ সহ বিশালগর প্রেস ক্লাবের সভাপতি, সচিব ও অন্যান্য সদস্যরা। বিধায়ক সহ অতিথিরা দুদলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন। ব্যাট হাতে বিধায়ক শ্রীদেব বল মেরে এই প্রীতি ম্যাচের উদ্বোধন করেন। যদিও খুব বেশি সময় তিনি মাঠে থাকতে পারেন নি। দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে তিনি মাঠ ছেড়ে চলে গেলেও এ ধরনের দুই জেলার সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের ভূয়ষী প্রশংসা করে ভবিষ্যতে তা উপভোগ করার সুযোগ হাতছাড়া করবেন না বলে জানিয়েছেন। টসে জয়লাভ করে বিশালগড় প্রেসক্লাব দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। সুযোগটাকে কাজে লাগিয়ে আগরতলার সাংবাদিক ক্রিকেটারদের দল জেআরসি নির্ধারিত ১৬ ওভারে সাত উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৪৫ রান। এর মধ্যে জেআরসির পক্ষে মনোজিৎ উলেখযোগ্য মেজাজে ৩৮বলে ৬৭ রান করে। এছাড়া অরূপ সিংহ রায় ৪৫, বাপন দাস ১৫, বিশ্বজিৎ দেবনাথ ৯ রান করে। বলে বি.পি.সি-র পক্ষে দুটো করে উইকেট নেয় সত্যবান দাস ও সুমিত দেববর্মা। ঝুটন দেবনাথ ও কিষান ভট্টাচার্য পেয়েছে একটি করে উইকেট। জয়ের জন্য বি.পি.সি-র সামনে টার্গেট দাঁড়ায় ১৪৬ রানের। যাকে তাঁড়া করতে নেমে শেষ পর্যন্ত বিশালগর প্রেসক্লাব দল ৯ উইকেট হারিয়ে ৭৭ রানই করতে সক্ষম হয়। বি.পি.সি-র পক্ষে সত্যবান দাস সর্বাধিক ২৯ রান করেন। এছাড়া, আর কেউই ভরসা যোগাতে পারেনি। বলে জেআরসি-র পক্ষে সায়ন দাস একাই চারটি উইকেট নেয়। এছাড়া দুটি করে উইকেটে ভাগ বসায় মনজিৎ, অনির্বাণ, অরূপ সিংহ রায়রা। একটি উইকেট নেয় বিশ্বজিৎ দেবনাথ। ম্যাচের পর হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যাচের সেরা ক্রিকেটার হন জেআরসি-র মনোজিৎ দাস। তার হাতে ট্রফি তুলে দিলেন অঞ্জন পুরকায়স্থ। ট্রফি তুলে দেবার পর নিজের অভিমত ব্যক্ত করলেন অঞ্জন বাবু। রানার্স দলের হাতে ট্রফি তুলে দিলেন এলাকার পঞ্চায়েত প্রধান। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিলেন পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ সহ বিশালগর প্রেস ক্লাবের দায়িত্বে থাকা প্রতিনিধিরা। দারুন এক পরিবেশের মধ্য দিয়ে দিনটি অতি বাহিত করলো দুই দলের সাংবাদিকরাই। আখেরে কিন্তু জয় হলো ক্রিকেটের। পাশাপাশি আরও দৃঢ় হল দুই জেলার সাংবাদিকবৃন্দের মেলবন্ধন। জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ এবং সচিব অভিষেক দে জরুরী কাজে বাইরে থাকায় মাঠে উপস্থিত থাকতে পারেননি, তবে দু-দলের খেলোয়াড় এবং পৃষ্ঠপোষক ত্রিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটিকে দুজনেই ধন্যবাদ জানিয়েছেন।