বিশালগড়কে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে মূলপর্বে খেলা নিশ্চিত সদর এ-র

আগরতলা, Apr 19, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
জয়ের হ্যাটট্রিক সদর এ-এর। টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে সদর-এ মহকুমা দল গ্রুপ বি থেকে মূল পর্বে খেলা নিশ্চিত করে নিয়েছে। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের নিজেদের তৃতীয় ম্যাচে সদরে এ দল আজ, শনিবার বিশালগড়কে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। উদয়পুরের জামজুরি গ্রাউন্ডে সকাল সাড়ে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে সদর এ দল ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। প্রতিকূল পরিস্থিতির জন্য ম্যাচ দেরিতে শুরু হওয়ায় নির্ধারিত ওভার কমিয়ে ৪২ করা হয়। ৩৭ ওভার খেলে বিশালগড় ১৪৯ রানে ইনিংস শেষ করে। জবাবে সদর এ দল ৩২.৩ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী সদর এ দলের বোলার তানিষ্ক চক্রবর্তী ২৩ রানে চারটি উইকেট তুলে নিয়ে দলের জয়ের বড় ভূমিকা নেয়। ব্যাটিং এ সন্দীপন দাসের ৭৩ রান বেশ উল্লেখযোগ্য। সন্দীপন ৪২ বল করে খেলে এগারোটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সহযোগে ৭৩ রান পায়। অয়ন দেবনাথ ৩৯ রান এবং বিশালগড়ের উদয়ন দত্ত ২৯ রান সংগ্রহ করে । বোলিং এর সদর এ-র চন্দ্রস্নাত গোস্বামী ২৬ রানে তিনটি এবং বিশালগড়ের মুস্তাকিম আল ফারহান ২৪ রানে দুটি উইকেট পায়। দারুন বোলিংয়ের স্বীকৃতি হিসেবে তানিষ্ক পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।