বিশ্ব ক্ষুধা সূচকে ১১১-তম স্থান পেল ভারত


newsagartala24.com Images

আগরতলা, Oct 13, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


    বিজেপি  নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী নেতারা  বিশ্ব ক্ষুধা সূচকে ১১১-তম স্থান পেল INDIA  ২০২২ সালে ‘গ্লোবাল হাংগার ইনডেক্স’-এ ভারত ছিল ১০৭ নম্বরে।  INDRA প্রাপ্ত নম্বর ২৮.৭, বিশ্বের ১২১টি দেশের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল। ভারতকে টপকে গিয়েছে পড়শি পাকিস্তান (১০২), বাংলাদেশ (৮১), নেপাল (৬৯) এবং শ্রীলঙ্কার (৬০) মতো দেশগুলি।জিএইচআই’ তথা গ্লোবাল হাংগার ইনডেক্স-এর দেশভিত্তিক ফলাফলে আরও দেখা গিয়েছে যে পৃথিবীর সমস্ত দেশের মধ্যে ভারতেই ‘চাইল্ড ওয়েস্টিং’ (শিশুদের উচ্চতার তুলনায় কম ওজন) এর হার সর্বাধিক।

১৮.৭ শতাংশ। এর মাধ‌্যমে বোঝা যায়, এই দেশে শিশুদের অপুষ্টির হার কতটা মারাত্মক। এছাড়াও ফলাফল আরও বলছে, ভারতে অপুষ্টির হার ১৬.৬ শতাংশ। ১৫ থেকে ২৪ বছর বয়সি মহিলাদের মধ্যে রক্তাল্পতার সমস‌্যা রয়েছে ৫৮.১ শতাংশ ক্ষেত্রেই।  তবে ‘জিএইচআই’-এর এই ‘হাংগার স্কোর’ সমূলে খারিজ করে দিয়েছে নয়াদিল্লি।

দেশের নারী ও শিশুকল‌্যাণ মন্ত্রকের দাবি, এই নির্ধারণ সঠিক নয়। গুরুতর পদ্ধতিগত ত্রুটি রয়েছে। মন্ত্রকের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, তা অনুযায়ী শিশু-স্বাস্থ্যের অবস্থা কেমন, তা গণনার জন‌্য চারটি মাপকাঠির মধ্যে যে তিনটির ব‌্যবহার হয়েছে, তা দিয়ে কখনও গোটা দেশের মানুষের ক্ষুধাসূচক নির্ণয় করা যায় না। মাত্র ৩,০০০ জন শিশুর উপর সমীক্ষা চালানো হয়েছিল। এই সূচকগুলির জন্য ব্যবহৃত তথ্য ইউনিসেফ, বিশ্ব ব্যাঙ্ক, খাদ্য ও কৃষি সংস্থা-সহ রাষ্ট্রসংঘের বিভিন্ন রিপোর্ট এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থা থেকে নেওয়া হয়েছে।