বিহারের নওয়াদায় ২০ জন সাইবার অপরাধী গ্রেফতার
Agartala, Oct 09, 2023, ওয়েব ডেস্ক থেকে
নওয়াদা, ৯ অক্টোবর : বিহারের নওয়াদা থেকে ২০ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করল পুলিশ। সাইবার অপরাধের বিরুদ্ধে নওয়াদা পুলিশ অনেকদিন ধরেই অভিযান চালাচ্ছিল। সোমবার, পুলিশ অর্থ প্রতারণার সঙ্গে যুক্ত ২০ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে পুলিশ, সোমবার ২৫টি মোবাইল ফোন, ১১৫ পাতার কাস্টোমার ডেটা, ২২টি নোটবুক সহ অনেক অপরাধমূলক প্রমাণ উদ্ধার করেছে।
নওয়াদা জেলার ওয়ারিশালীগঞ্জ থানা পুলিশ গোপনে জানতে পারে যে কিছু সাইবার অপরাধী গোসপুরের বাগানে ও তাতিমীর বিঘা গ্রামের বাগানের খালি জায়গায় সাইবার অপরাধ চালাচ্ছে। তারপরই নওয়াদা পুলিশ অভিযান চালিয়ে ২০ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করে। এই অপরাধীরা কিছু মানুষকে এই বলে লোভ দেখিয়েছিল যে তাদের নাম লাকি ড্র এসেছে। এই লাকি ড্র-এর পুরস্কারের অর্থ হল ৭ লক্ষ ৮০ হাজার টাকা। নিরাপত্তার খাতিরে তাদের ১,৯৯৯ টাকা জমা দিতে হবে। এই ধরনের প্রতারণার মাধ্যমে টাকা লুট করা হতো বলে অভিযোগ।