বীরসা মুন্ডা ফুটবলে বালিকদের বিভাগে চ্যাম্পিয়ন গোমতী জেলা,রানার্স সিপাহিজলা।।

আগরতলা, Feb 08, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
গোমতী বনাম সিপাহিজলা জেলার মধ্যে ফাইনাল ম্যাচটি একপেশে হলো শনিবার। কেননা গোমতী জেলা গোটা ম্যাচে একাধিপত্য খাটিয়ে খেলে হারিয়ে দিলো সিপাহিজলা জেলাকে।
বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্টে মেয়েদের বিভাগে এই ফাইনাল ম্যাচে গোমতী জেলা ৮-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো সিপাহিজলা জেলাকে। গোটা মাঠে সিপাহিজলা দলের সাপোর্টার থাকলে ও আখেরে বাজিমাত করে দিলো গোমতী জেলা। সুবাদে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলো গোমতী জেলা। বিজয়ী দলের হয়ে মিতা জমাতিয়া হ্যাট্রিক সহ চার গোল করে।ফাইনাল ম্যাচের সেরা ফুটবলার হল মিতা জমাতিয়া। রানার্স আপেই সন্তুষ্ট থাকতে হলো সিপাহিজলা জেলাকে। ম্যাচটি পরিচালনা করলেন রেফারি আদিত্য দেববর্মা। সহকারী হিসেবে ছিলেন বিপ্লব সিনহা, সুকান্ত দত্ত ও তাপস দেবনাথ। উদ্যোক্তা জনজাতি কল্যান দপ্তর চ্যাম্পিয়ন দলকে দিলো সুদৃশ্য ট্রফি ও এক লক্ষ টাকা। রানার্স দল পেলো ট্রফি ও ৭৫ হাজার টাকা।