বুথফেরত সমীক্ষার ফলে অস্বস্তি, জরুরি বৈঠকে কংগ্রেস-BJP


newsagartala24.com Images

Agartala, Dec 01, 2023, ওয়েব ডেস্ক থেকে


আগামী ৩ ডিসেম্বর পাঁচ রাজ্যের বিধানসভার ফল। তার আগে বুথ ফেরত সমীক্ষায় মিজোরাম বাদে বাকি চার রাজ্যে কংগ্রেস ও বিজেপির মধ্যে শেয়ানে শেয়ানে টক্করের দেওয়া হয়েছে পূর্বাভাস। আর তা প্রকাশ্যে আসার পরেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মধ্য প্রদেশ ও রাজস্থানের সমীক্ষার ফল নিয়ে।
বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজস্থান ও মধ্য প্রদেশে একটি সরকার বিরোধী হাওয়া লক্ষ্য করা যায়। আর সেটা প্রকাশ পেয়েছিল নির্বাচনের আগে জনমত সমীক্ষায়। রাজস্থানে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল। আর সেটা মরুরাজ্যের নির্বাচনে পড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

রাজস্থানের পাশাপাশি একই রকম সরকার বিরোধী হওয়া ছিল মধ্য প্রদেশে। সেখানেও ভোটের আগে একাধিক জনমত সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছিল কংগ্রেসকে। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় শুধু বিজেপিকে এগিয়ে রাখা হয়নি, দেওয়া হয়েছে একক সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত। আর এটাই কৌতূহল তৈরি করেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সমীক্ষার ফল যদি মিলে যায়, তবে লোকসভা ভোটের আগে লাভ বিজেপি। হিন্দি বলয়ে ফের তারা একচ্ছত্র রাজত্ব কায়েমে এক ধাপ এগোবে বলে মনে করা হচ্ছে।

মধ্য প্রদেশে কংগ্রেসই ক্ষমতায় আসছে বলে জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। ১৩০টির বেশি আসন পাবে বলে ভবিষ্যৎবাণী করেন। যদিও বিজেপির উমা ভারতীর দাবি, ১১২ থেকে ১৩০টি আসন পাবেন তাঁরা।

একই ভাবে রাজস্থানে তাঁরাই ফিরবেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজস্থানে পাশাপাশি অন্য চার রাজ্যেও বিজেপি ক্ষমতায় ফিরবে না বলে জানান তিনি। যদিও মরুরাজ্যে কংগ্রেস বিরোধী হওয়ার উপর ভিত্তি করে বিজেপি ক্ষমতায় ফিরতে চলেছে বলে দাবি করেছেন রাজ্যবর্ধন রাঠোর।