বুলেট ছেড়ে ব্যালটে দুই প্রাক্তন মাওবাদী


newsagartala24.com Images

Agartala, Nov 27, 2023, ওয়েব ডেস্ক থেকে


একদিন দু'জনেই মনে করতেন 'ব্যালট' নয়, 'বুলেট'-ই ক্ষমতার আসল উত্‍স এবং সার্বিক বিকাশের মূল হাতিয়ার৷ প্রশাসনের রক্তচক্ষুকে অস্বীকার করে দিনের পর দিন তেলঙ্গানার বিভিন্ন প্রান্তে তাঁরা সশস্ত্র বিপ্লবের মতাদর্শ প্রচারের চেষ্টা করে গিয়েছেন৷ দিন পাল্টেছে৷ আজ দু'জনেই বলছেন, 'গণতন্ত্রে আস্থা রাখুন, বুলেট ছেড়ে ব্যালটের মাধ্যমে নিজের পছন্দের সরকার গড়ুন!'

তফাত্‍ একটাই--এই আমূল পরিবর্তনের প্রতীক দুই ভোটপ্রার্থী মহিলা এবার তেলঙ্গানার মুলুগু আসনে পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী। দু'জনেই একে অন্যের বিরুদ্ধে ভোট চাইছেন উন্নয়নের ধ্বজা তুলে ধরে৷ রাজস্থান, ছত্তিসগড়, মিজোরাম, মধ্যপ্রদেশ ও তেলঙ্গানা--পাঁচ রাজ্যের চলতি বিধানসভা নির্বাচন পর্বে ব্যতিক্রমী দৃষ্টান্ত তুলে ধরছেন তেলঙ্গানার মুলুগু কেন্দ্রের দুই মহিলা ভোটপ্রার্থী দানসারি অনুসূয়া ও বডে নাগজ্যোতি৷ রাজনীতিতে পা রাখার আগে এঁরা দু'জনেই মাওবাদী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন৷

আজ তাঁরাই স্বপ্ন দেখাচ্ছেন নতুন তেলঙ্গানা গড়ার, এবং সেটা গণতান্ত্রিক পথে৷ এই কেন্দ্রের বর্তমান কংগ্রেস বিধায়ক দানসারি অনুসূয়ার (সীথাক্কা) বিরুদ্ধে লড়ছেন বিআরএস প্রার্থী বডে নাগাজ্যোতি৷ দুই প্রাক্তন মাওবাদী মহিলা, এবার পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও একে অন্যের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণের রাস্তায় হাঁটছেন না৷ দু'জনেই নিশানা করছেন পরস্পরের দলকে৷ হায়দরাবাদ শহর থেকে ২০০ কিলোমিটার দূরে মুলুগু আসনে এবার জয়ের হ্যাটট্রিকের আশায় ভোটে লড়া দানসারি অনুসূয়া যেমন বিআরএসকে নিশানা করে অভিযোগ তুলেছেন।

'বিআরএস চায় না, আমি সাধারণ মানুষের হয়ে লড়াই করি। তাদের সমস্যার সমাধান করি৷ এর আগে দু'বার ওরা সফল হয়নি, এবারও হবে না৷ কারণ রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী কেসিআর এবং তাঁর পরিবারের সদস্যদের দুর্নীতি ধরে ফেলেছে৷ তেলঙ্গানার জনতা পরিবর্তন চায়। আমাদের দল কংগ্রেসই সেই পরিবর্তন আনবে৷'