ব্লাডমাউথের জয় রুখে সুপারে খেলা নিশ্চিত রামকৃষ্ণ ক্লাবের।
আগরতলা, Sep 25, 2024, ওয়েব ডেস্ক থেকে
ব্লাডমাউথের জয় রুখে সুপারে
খেলা নিশ্চিত রামকৃষ্ণ ক্লাবের।।।।।।।।।
সিনিয়র লীগের খেলা ফের ড্র-তে নিষ্পত্তি। তাও রামকৃষ্ণ ও ব্লাড মাউথ ক্লাবের ভাইটাল ম্যাচ। দুই-দুই গোলে ড্র তে নিষ্পত্তি হওয়ায় দু-দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। আখেরে ড্র-এর মধ্য দিয়ে লীগ অভিযান শেষ করে রামকৃষ্ণ ক্লাব সুপার ফোর-এ খেলা নিশ্চিত করে নিয়েছে। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ আসরে দ্বিতীয় দল হিসেবে সুপারে জায়গা করে নিলো রামকৃষ্ণ ক্লাব। লিগে রামকৃষ্ণ ক্লাবের সংগ্রহ ৯ ম্যাচে ১৭ পয়েন্ট। অন্যদিকে ব্লাডমাউথ ক্লাবের সংগ্রহ ৮ ম্যাচে ১৬ পয়েন্ট। লিগে ব্লাডমাউথ ক্লাব শেষ ম্যাচে খেলতে নামবে এগিয়ে চল সংঘের বিরুদ্ধে। এই ম্যাচে এগিয়ে চল সংঘের বিরুদ্ধে জয় ছাড়া বিকল্প নেই ব্লাড মাউথ ক্লাবের। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ব্লাডমাউথ ক্লাব ও রামকৃষ্ণ ক্লাব। ম্যাচটি ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল।
এদিনের ম্যাচে নামার আগে ব্লাডমাউথ ক্লাবের সংগ্রহ ছিলো ৭ ম্যাচে ১৫ পয়েন্ট ও রামকৃষ্ণ ক্লাবের সংগ্রহ ছিলো ৮ ম্যাচে ১৬ পয়েন্ট। ফলে এদিনের ম্যাচটি ভাইটাল ছিলো উভয় দলের কাছে। খেলার ২০ মিনিটের মাথায় ব্লাড মাউথের লাম বাম ববিস একটি গোল করে দলকে এগিয়ে দেয়। রামকৃষ্ণ ক্লাবের ছেলেরা গোলটি শোধ করার লক্ষ্যে যথেষ্ট চেষ্টা করেও প্রথমার্ধে পেরে উঠেনি। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় সরখাই মেথি গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। তবে পাঁচ মিনিট বাদেই ফের ব্লাড মাউথের ফান জোভান সিং আরেকটি গোল করে দলকে পুনরায় এগিয়ে দেয়। তবে খেলার অন্তিম পর্যায়ে শেষ বাঁশির দু মিনিট আগে রামকৃষ্ণ ক্লাবের নিমজানো সিং পুনরায় গোল শোধ করে খেলায় সমতা নিয়ে আসে। শেষ পর্যন্ত দুই দুই গোলে ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়।
যদিও এদিন ম্যাচ শেষে শুরু হয় মাঠে উওেজনা। একদল উশৃংখল যুবক মাঠে প্রবেশ করে টি.এফ.এ-র মাঠ কর্মী দিনেশ বাদ্যকরের গায়ে হাত তোলে। ঘটনার সূএপাত ঘটে চতুর্থ রেফারির অতিরিক্ত সময় দেখানো নিয়ে। রেফারি পল্লব চক্রবর্তী অতিরিক্ত সময় দেখানো কে নজর দেন নি ব্লাডমাউথ ক্লাবের সমর্থকরা। যা নিয়ে শুরু হয় বাদানুবাদ। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, সত্যজিৎ দেব রায়, সুকান্ত দত্ত ও পল্লব চক্রবর্তী।