ভারত অংশগ্রহণ কি করবে সেটাই স্পষ্ট হয়নি


newsagartala24.com Images

আগরতলা, Aug 18, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


 দক্ষিণ চিন সাগরে নৌ-মহড়া চালাবে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার নৌসেনা।  মহড়ায় ভারত অংশ নেবে কি না, স্পষ্ট নয়।। গোগরা-হটস্প্রিং থেকে সেনা সরালেও দেপসাং সমতলে মজুত লালফৌজ। সেপ্টেম্বরে জি-২০ সামিটে মুখোমুখি হবেন প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে সীমান্ত সমস্যাক সমাধান মিললেও মিলতে পারে হলে ক্ষীণ আশা রয়েছে।  চিনকে চটিয়ে ফের সীমান্ত অশান্ত করার ঝুঁকি নেবে কি দিল্লি, তা স্পষ্ট নয়। ২২ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সামরিক মহড়া চালায় তেরোটি দেশ।

অস্ট্রেলিয়ার পৌরহিত্যে এর পোশাকি নাম ‘ট্যালিসম্যান সেবার’ বা জাদু তলোয়ার’।  আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি , জাপানের মতো দেশগুলির ৩৪ হাজার সেনা। জলে, স্থলে, জঙ্গলে ও আকাশে যুদ্ধের কৌশল ঝালিয়ে নেয় । ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের ‘দাদগিরি’র  এই মহড়া .