ভারত-বাংলাদেশ ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টে


newsagartala24.com Images

আগরতলা, Sep 25, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


পর্যটন দিবসে ভারত-বাংলাদেশ
ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টের আয়োজন  পর্যটন দিবস উদযাপন উপলক্ষে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের  মধ্যে। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। খেলা হবে ২৭ সেপ্টেম্বর, সকাল সাড়ে ৯ টায়, এ ডি নগর স্কুল গ্রাউন্ডে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের আমন্ত্রণে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চট্টগ্রাম থেকে সাংবাদিক ফুটবলারদের একটি দল আগামীকাল আগরতলায় পৌঁছুবে।

এদিকে ত্রিপুরার সাংবাদিক ফুটবলারদের দলও যথারীতি অনুশীলনে ব্যস্ত। আজ সোমবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ফুটবলারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। পাশাপাশি সেক্রেটারি জেনারেল অলক ঘোষ টি.জে.ইউ-র টিম ঘোষণা করেন। ‌দলটি হল: সন্তোষ গোপ (অধিনায়ক),  অভিষেক দে (সহ-অধিনায়ক), সমীর ভৌমিক, সুজিত ঘোষ, প্রসেনজিৎ সাহা, সুমন সাহা, সুমিত সিংহ, অমিত দেববর্মা, রবীন্দ্র কলই, কৃষানু দেববর্মা, জাকির হোসেন, মেঘধন দেব, মিন্টু গুপ্ত, সৌরভ মালাকার, অনির্বাণ দেব,  সুপ্রভাত দেবনাথ- ম্যানেজার।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে টি.জে.ইউ-র সম্পাদক সন্তোষ গোপ, যুগ্ম সম্পাদক অভিষেক দে, কোষাধ্যক্ষ চিন্ময় চৌধুরী, কার্যকরী সদস্য সুপ্রভাত দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টে নীলজ্যোতি ট্যুর এন্ড ট্র্যাভেলস, ত্রিপুরা গ্রোসারী  হোলসেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনও অংশ নেবে।

খেলোয়ারদের জার্সি স্পনসররে নিউজ এন.ই বাংলা, ট্রফি স্পন্সররে স্যন্দন পত্রিকা, সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয় ট্যুরিজম মন্ত্রণালয় এগিয়ে এসেছেন বলে ইউনিয়নের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। সংক্ষিপ্ত ভাষণে সেক্রেটারি জেনারেল অলক ঘোষ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।