ভারতে করোনায় দু”জনের মৃত্যু; নতুন করে আক্রান্ত ৫৭৩, সক্রিয় রোগী ৪,৫৬৫


newsagartala24.com Images

Agartala, Jan 02, 2024, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ২ জানুয়ারি : করোনার দৈনিক সংক্ৰমণ ও মৃত্যু চিন্তা বাড়িয়েই চলেছে ভারতে, দেশে করোনাভাইরাসের নতুন উপরূপে আক্রান্তের সংখ্যা এখন ২৬৩। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৭৩ জন। সোমবার সারাদিনে ভারতে করোনায় দু”জনের মৃত্যু হয়েছে। হরিয়ানা ও কর্ণাটকে একজন করে প্রাণ হারিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৪,৫৬৫-তে পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ৫,৩৩,৩৬৬। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৭৬,৫৫০ জন করোনা-রোগী। মোট টিকাকরণের সংখ্যা বেড়ে ২২০,৬৭,৭৯,০৮১-তে পৌঁছেছে।