ভূমিকম্পে কাঁপল আলিপুরদুয়ার, কম্পনের মাত্রা ৩.৬


newsagartala24.com Images

Agartala, Nov 08, 2023, ওয়েব ডেস্ক থেকে


আলিপুরদুয়ার, ৮ নভেম্বর  : ভূমিকম্পে কেঁপে উঠছে ভারতের একাধিক জায়গা । এবার ভূমিকম্পে কেঁপে উঠল আলিপুরদুয়ার। কেঁপে উঠেছে অসমও। বুধবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এদিন সকাল ১০টা ৫১ মিনিট নাগাদ কেঁপে ওঠে আলিপুরদুয়ার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে। কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, এদিন কেঁপে উঠেছে অসমের হাইলাকান্দি এলাকাও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এদিন সকাল ১০টা ৫৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার গভীরে।

এর আগে, মঙ্গলবার রাত ১টা ১৩ মিনিট নাগাদ পঞ্জাবের রূপনগর এলাকায় এই কম্পন হয়। এই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে হতাহতের খবর নেই, মেলেনি ক্ষয়ক্ষতির খবরও । তবে কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রবল কম্পন অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। সরকারি মতে, এখনও পর্যন্ত এই ভূমিকম্পে মৃতের সংখ্য ১৫৭। আহত হয়েছে শতাধিক মানুষ। ভূমিকম্পের জেরে প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে।