ভোপালে মহাকুম্ভে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী
Agartala, Sep 25, 2023, ওয়েব ডেস্ক থেকে
ভোপাল, ২৫ সেপ্টেম্বর : সোমবার একদিনের সফরে মধ্যপ্রদেশের ভোপাল আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি জাম্বোরি মাঠে আয়োজিত মহাকুম্ভে যোগ দেবেন এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেপ্টেম্বরে মধ্যপ্রদেশে এটি প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে ১৪ সেপ্টেম্বর বিনা শোধনাগারের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের ভূমিপূজা করতে সাগর জেলার বিনায় এসেছিলেন তিনি।
বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ আশিস আগরওয়াল বলেছেন,অখণ্ড মানবতাবাদের প্রবর্তক পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে এদিন ভোপালের জাম্বরি মাঠে মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী সকাল ১১টায় ভোপালে পৌঁছাবেন এবং জাম্বোরি গ্রাউন্ডে মহাকুম্ভে যোগদানকারী ১০ লক্ষ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। অনুষ্ঠানের পর দুপুর ১টায় ভোপাল থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদী।
ভোপাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাবেন রাজ্যের স্বরাষ্ট্র ও জেলমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে জাম্বুরী ময়দানে পৌঁছাবেন। সেখানে নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী ভূপেন্দ্র সিং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। ভোপালে প্রধান অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানাবেন শিক্ষামন্ত্রী বিশ্বাস সরঙ্গ । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, ভূপেন্দ্র যাদব, রাজ্যের মন্ত্রী, জনপ্রতিনিধি এবং লক্ষাধিক কর্মী এই কর্মসূচিতে অংশ নেবেন।