মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ অসংবেদনশীল : কে সি বেণুগোপাল


newsagartala24.com Images

Agartala, Aug 01, 2023, ওয়েব ডেস্ক থেকে


কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যসভার সাংসদ ও কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেণুগোপাল বলেছেন, “এই সরকার মণিপুর ইস্যুতে সম্পূর্ণ সংবেদনশীল, প্রধানমন্ত্রী মোদী ৫ সেকেন্ডের জন্যও সংসদে আসছেন না। আমরা এখানে ভারতের জনগণের জন্য আওয়াজ তুলতে এসেছি এবং আমরা তা চালিয়ে যাব।”

প্রসঙ্গত, সংসদের স্বাভাবিক কাজকর্ম মঙ্গলবারও ব্যাহত হয়েছে। মণিপুর ইস্যুতে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদদের তুমুল হইহট্টগোলের কারণে মঙ্গলবার দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। দিল্লি সার্ভিস বিল প্রসঙ্গেও মুখ খুলেছেন বেণুগোপাল। তিনি বলেছেন, “দিল্লি পরিষেবা বিল সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী এবং অগণতান্ত্রিক, আমরা এ সবের বিরোধিতা করব।”