মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ : কংগ্রেস
Agartala, Jan 10, 2024, ওয়েব ডেস্ক থেকে
নয়াদিল্লি, ১০ জানুয়ারি : মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ কংগ্রেস, জানিয়ে দিলেন দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তিনি বলেছেন, ইম্ফলের অন্য জায়গায় অনুমতি চেয়েছে কংগ্রেস। বুধবার এক সাংবাদিক সম্মেলনে বেণুগোপাল বলেছেন, “আমরা তথ্য পেয়েছি, মণিপুর সরকার ইম্ফলের প্যালেস গ্রাউন্ডে যাত্রা করতে অস্বীকার করেছে। আমরা যখন পূর্ব থেকে পশ্চিমে যাত্রা শুরু করছি, তখন আমরা কীভাবে মণিপুরকে এড়াতে পারি? তাহলে আমরা দেশের মানুষকে কী বার্তা দিচ্ছি? আমাদের শুধু মণিপুর থেকে যাত্রা শুরু করতে হবে। আমরা এখন অন্য জায়গা থেকে মণিপুরে যাত্রা শুরু করতে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেণুগোপাল আরও বলেন, “যে কোনও মূল্যে মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে। আমরা কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছি, আমরা এই যাত্রা নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা মণিপুরেও কোনও সমস্যা করতে চাই না। আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, যে স্তরেই আমরা করতে পারি। তবে আমরা নিশ্চিত যে আমরা মণিপুর থেকেই যাত্রা শুরু করব।”