মণিপুরে নিরাপত্তা নিশ্চিতায়নে ৩৫৫ ধারা বলবৎ কেন্দ্রের


newsagartala24.com Images

Agartala, May 04, 2023, ওয়েব ডেস্ক থেকে


হিংসাজৰ্জর মণিপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫৫ ধারা বলবৎ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ধারা বলবৎ করে কেন্দ্রীয় সরকার ইমফল-চূড়াচাঁদপুর সড়ক এবং সংশ্লিষ্ট উপদ্রুত এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনী, আধাসেনা এবং রাজ্য পুলিশের হাতে তুলে দিয়েছে। ওই সব অঞ্চলে সুরক্ষা বেষ্টনী গড়ে যাতে আর কোনও সহিংসতা বা ঝামেলা না হয় তার ব্যবস্থা নেবে যৌথ বাহিনী।

সংবিধানের ৩৫৫ ধারার বলে বাহ্যিক আগ্রাসন এবং অভ্যন্তরীণ গোলযোগের বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্যকে রক্ষা করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। গত কয়েকদিন ধরে রাজ্যে অশান্তি ও সহিংসতার দরুন কেন্দ্রীয় সরকার ৩৫৫ ধারা বলবৎ করে মণিপুরের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।

রাজ্য পুলিশের জনৈক শীর্ষ আধিকারিক বলেছেন, অনুচ্ছেদ ৩৫৫ হলো ভারতের সংবিধানের পার্ট XVIII-এর ৩৫২ থেকে ৩৬০ অনুচ্ছেদের মধ্যবর্তী জরুরি বিধানগুলির একটি অংশ৷ এই অনুচ্ছেদ কেন্দ্রীয় সরকারকে অভ্যন্তরীণ ঝামেলা এবং বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে একটি রাজ্যকে রক্ষা করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়েছে৷