মহারাষ্ট্রে কংগ্রেসকে বড় ধাক্কা, সম্পর্ক ছিন্ন করলেন মিলিন্দ দেওরা
Agartala, Jan 14, 2024, ওয়েব ডেস্ক থেকে
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : মহারাষ্ট্রে কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা রবিবার দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন। মিলিন্দ দেওরা রাহুলের ভারত জোড়া ন্যায় যাত্রা শুরুর ঠিক আগে এই ঘোষণাটি করে রাজনৈতিক পর্যবেক্ষকদের অবাক করে দিয়েছেন।
মিলিন্দ দেওরা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আজ আমার রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। আমি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। দলের সাথে আমার পরিবারের ৫৫ বছরের সম্পর্ক শেষ হয়েছে। মিলিন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমস্ত নেতা, সহকর্মী ও কর্মীদের প্রতি যারা বছরের পর বছর ধরে অটল সমর্থন দিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরার বাবা মুরলি দেওরা কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পাশাপাশি মুম্বই কংগ্রেসের সভাপতিও ছিলেন।