মহিলা টি-‌২০ :‌ অরুণাচলের বিরুদ্ধে প্রত্যাশিত জয় ত্রিপুরার


newsagartala24.com Images

আগরতলা, Dec 13, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


মহিলা টি-‌২০ :‌ অরুণাচলের বিরুদ্ধে প্রত্যাশিত জয় ত্রিপুরার, পূজার ৯৪ রান।
 তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেলো ত্রিপুরা। পরাজিত করলো দুর্বল অরুনাচল প্রদেশকে। ৬২ রানে। অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। পশ্চিম বঙ্গের সল্ট লেইকের ২২ ইয়ার্ড মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার গড়া ১৫৬ রানের জবাবে অরুনাচল প্রদেশ ৯৪ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার দলনায়িকা পূজা পালের অধিনায়কোচিত ইনিংস দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। পঞ্চম উইকেটের জুটিতে অম্বেষা দাস এবং পূজা পালের দাযিত্বশীল ইনিংসে বড় স্কোর গড়াতে সক্ষম হয় ত্রিপুরা। পঞ্চম উইকেটে ওই জুটি ৫০ বল খেলে ৭৮ রান যোগ করেন। পূজা ৩২ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া অম্বেষা ২৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, অনামিকা দাস ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। অরুনাচল প্রদেশের পক্ষে এন আকার ৩১ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে অরুনাচল প্রদেশ নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান করতে সক্ষম হয়।

ওপেনার আভি ৫৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ রানে অপরাজিত থেকে যান। এছাড়া মেঘা শর্মা ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। ত্রিপুরার পক্ষে অম্বেষা দাস ১২ রান দিয়ে ২ টি এবং সেবিকা দাস ১৫ রান দিয়ে ১ টি উইকেট পেয়েছেন। ১৫ ডিসেম্বর ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ কেরল।