মহিলা লিগ ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ।।।।
আগরতলা, Jul 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
মহিলা লিগ ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ।।।।
রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত মহিলা ডাবল লিগ ফুটবল আসরে শিরোপা দখল করলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। লিগের শেষ ম্যাচে জমপুইজলা প্লে সেন্টার এর সঙ্গে ১-১ গোলে ড্র করে খেতাব নিজেদের করে নিলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। মহিলা লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সংগ্রহ ছিলো ৮ ম্যাচে ২০ পয়েন্ট। অন্য দিকে জমপুইজলা প্লে সেন্টারের সংগ্রহে ছিলো ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ফলে লিগের শেষ ম্যাচে জমপুইজলা প্লে সেন্টারের কাছে জয় ছাড়া বিকল্প ছিলো না। এই ম্যাচে জমাটি লড়াই হয়। তবে সোমবার ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে রার্নাস আপের খেতাব দখল করে সন্তুষ্ট থাকতে হলো জমপুইজলা প্লে সেন্টারকে।জয়ের মুখ আর দেখা হলো না নির্নায়ক এই ম্যাচে জমপুইজলা প্লে সেন্টারের। ম্যাচ শেষে উমাকান্ত ময়দানে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী, পেট্রন রতন সাহা, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, দ্রনাচার্য কোচ বিশেশ্বর নন্দী,অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে। ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের ফুটবলার ধনিতা রিয়াং৷ লিগের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন জমপুইজলা প্লে সেন্টারের ফুটবলার সীমা দেববর্মা। ১২ টি গোল করে সেরা স্কোরারের পুরস্কার নিজের করে নেয় জমপুইজলা প্লে সেন্টারের ফুটবলার পোকিলা বড়ুয়া।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ২৫ হাজার টাকা সহ ট্রফি ও রার্নাস দলের হাতে ১৫ হাজার টাকা সহ ট্রফি তুলে দিলেন উপস্থিত অতিথিরা।
উল্লেখ্য সুজিত ঘোষ দায়িত্ব নেওয়ার পর ৮ বছরে ২ বার চ্যাম্পিয়ন হলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।