মহিলা সংরক্ষণ বিল পাস হওয়া ভারতের সংসদীয় যাত্রায় সোনালী মুহূর্ত হিসেবে চিহ্নিত : প্রধানমন্ত্রী


newsagartala24.com Images

Agartala, Sep 21, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় সমস্ত সাংসদদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, মহিলা সংরক্ষণ বিল পাস হওয়া ভারতের সংসদীয় যাত্রায় সোনালী মুহূর্ত হিসেবে চিহ্নিত। মহিলা সংরক্ষণ বিল পাশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার সমস্ত সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে লোকসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গতকাল ছিল ভারতের সংসদীয় যাত্রার একটি সোনালী মুহূর্ত। এই সদনের সকল সদস্যের সেই সোনালী মুহূর্ত প্রাপ্য।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এই বিলকে সমর্থন করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।” প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন, এই বিল পাশের পর নারী শক্তিতে যে আস্থা তৈরি হবে, তা অকল্পনীয় এবং অভূতপূর্ব শক্তি হিসেবে আবির্ভূত হবে। যা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।