মাঠের প্রতি অমোঘ টানে আজো অনুশীলনে মগ্ন নারায়ণ


newsagartala24.com Images

আগরতলা, Dec 05, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


মাঠের প্রতি অমোঘ টানে আজো অনুশীলনে মগ্ন নারায়ণ।      নারায়ণ ঘোষ। রাজ্যের অন্যতম একজন প্রাক্তন এথলেট। তবে অভাবের সংসার হওয়ায় প্রচারের আলোতে সেই ভাবে ওনাকে কেউই চেনেন না। স্পস্ট করে বললে, নারায়ণ বাবুর প্রতিভাকে বাহবা দিতে অনেকেই নিম রাজি। তবে বাস্তবকে তো অস্বীকার করার উপায় নেই।

পেশায় নারায়ণ ঘোষ একজন মৃৎ শিল্পী। কিন্তু তার যাবতীয় সব কিছুই খেলাধুলাকে কেন্দ্র করে। সেই ছোট বেলা থেকেই মাঠের প্রতি অমোঘ টান তার। আজো এই টানে বলীয়ান নারায়ণ ঘোষ। রাজ্যের হয়ে বহু আসরে যথেষ্ট দক্ষতার সঙ্গে ট্রেক এন্ড ফিল্ডে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন এই প্রাক্তন এথলেট। এবার সদ্য সমাপ্ত ফিলিপিন্সে এশিয়ান মাস্টার্স এথলেটিক্স মিটে ২০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছেন নারায়ণ ঘোষ। পদকের গড়িমায় রৌপ্য পদক অর্জন করলেন ভারতের হয়ে। বিশাল বড় এই কৃতিত্ব। পদকের শংসাপত্র হাতে পেয়ে খুবই খুশি প্রাক্তন এই এথলেট। থেমে থাকতে রাজি নন তিনি। আগামীতে দেশ তথা রাজ্যের হয়ে আরো পদক অর্জন করতে প্রস্তুত তিনি। কথা প্রসঙ্গে তিনি বলতে ভুলে যান নি প্রিয়লাল সাহার কথা।  নারায়ণ ঘোষের এই সফলতার পেছনে প্রিয়লাল সাহার প্রচুর অবদান রয়েছে বলে জানালেন প্রাক্তন এথলেট নারায়ণ ঘোষ। এখনো প্রতিদিন সকাল,বিকেল দুই ঘন্টা টানা অনুশীলন করেন নারায়ণ বাবু। যুবাদের শেখা উচিত এই ব্যক্তির কাছ থেকে। দারিদ্রতা অন্তরায় হলে ও যে মনের উদ্যমে এগিয়ে যাওয়া যায় তারই অন্যতম এক উদাহরণ হলেন এই নারায়ণ বাবু।