মিষ্টার ইউনিভার্স সম্মানে ভূষিত বডি বিল্ডার ডা:‌ বিশাল সিনহাকে


newsagartala24.com Images

আগরতলা, Jun 05, 2024, ওয়েব ডেস্ক থেকে


সংবর্ধনা জানানো হলো মিষ্টার ইন্ডিয়া এবং মিষ্টার ইউনিভার্স সম্মানে ভূষিত বডি বিল্ডার ডা:‌ বিশাল সিনহাকে। রাজ্যের স্বনামধন্য এইচ আর ওয়ারিয়র ফিটনেস জিমের পক্ষ থেকে। বুধবার সকালে। জিমের কর্ণধার বাপী দে রিশা পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান ওই বিশিষ্ট চিকিৎসককে। পাশাপাশি আজীবন সদস্যপদ দেওয়া হয় উনাকে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিমের ট্রেণার আলাপন চক্রবর্তী, জেসিকা জমাতিয়া সহ শিক্ষার্থীরা। সংবর্ধনা পেয়ে আপ্লুত ওই চিকিৎসক।

গেলো ১৩ বছর ধরে মহারাষ্ট্রের কোলাপুরে ছিলেন তিনি। পড়াশুনার পাশাপাশি তিনি জিমে কাটাতেন বেশীরভাগ সময়। ওই রাজ্যে টানা ১১ বছর পশ্চিম মহারাষ্ট্র শ্রী, ২ বছর মহারাষ্ট্র শ্রী, ২০২৩ সালে ঔরঙ্গবাদে অনুষ্ঠিত বডি বিল্ডিং আসরে মিস্টার ইন্ডিয়া এবং মিস্টার ইউনিভার্স সম্মানে ভূষিত হয়েছেন। কৈলাসহরের বাসিন্তা ৩১ বছর বয়সী ওই চিকিৎসক রাজ্যে এসেই এদিন যোগ দেন অত্যাধুনিক পরিষেবা নিয়ে গঠিত এইচ আর ওয়ারিয়র ফিটনেস জিমে। ২০২১ সালের মার্চ মাসে কৃষ্ণনগর প্রগতি পাড়ায় প্রায় ১ কোটি টাকা ব্যায়ে বাপী দে গড়ে তুলেন ওই অত্যাধুনিক জিম। যা পূর্বোত্তরের মধ্যে এক অন্যতম জিম। শুধু অর্থ উপার্জন নয়, সমাজসেবা মূলক কাজেও এগিয়ে আসছে ওই সংস্থা। করোনার সময় দু:‌স্থদের খাবার বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া এবং সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ওই জিমের কর্ণধার তথা প্রাক্তন ফুটবলার বাপী দে। সংবর্ধনা অনুষ্ঠানের পর কর্ণধার চিকিৎসকে অনুরোধ করেন জিমের শিক্ষার্থীদের যাতে ভালো পারফরম্যান্সের জন্য টিপস দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই চিকিৎসক জানান, যতদিন জিমে আসবেন ততদিনই প্রশিক্ষণ দেবেন সংস্থার শিক্ষার্থীদের। আর তাতে খুশি সংস্থার শিক্ষার্থীরাও। প্রসঙ্গত:‌ ওই জিমে মেয়েদেরও আলাদাভাবে অনুশীলনের ব্যবস্থা রয়েছে।