মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ


newsagartala24.com Images

আগরতলা, Jul 11, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে বিদ্রোহী যোদ্ধাদের কাছে মুখ থুবড়ে পড়েছে সেনারা। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও এখন দেশটির নিয়ন্ত্রণ করতে পারছে না জান্তা সরকার। সে কারণে তারা দেশটি ধ্বংস করে ফেলার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুস। বৃহস্পতিবার মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা সংস্থার কাছে এক ব্রিফিংয়ে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। ব্যারন, আরব নিউজ। 

 ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থান রক্তপাতহীনভাবে হলেও কয়েক দিন পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে রক্তাক্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অভ্যুত্থানের পর দেশটির উত্তরাঞ্চলে যে লড়াই ছড়িয়ে পড়েছিল তা বন্ধে চীনের উদ্যোগে এ বছর জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল। ওই চুক্তিকে অকার্যকর করে দেশটির জাতিগত সংখ্যালঘুদের সশস্ত্র বিদ্রোহী দলগুলোর একটি জোটের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। সশস্ত্র বিদ্রোহী দলগুলোর জোট একের পর এক সীমান্তবর্তী শহর ও অঞ্চলের দখল নিচ্ছে। 
 

 

যুগান্তর

বাংলাদেশ প্রতিনিধি

মায়ানমার