মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের হাতে উদ্বোধিত ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাছাড়ের দুটি নবনির্মিত সেতু


newsagartala24.com Images

Agartala, Sep 07, 2023, ওয়েব ডেস্ক থেকে


শিলচর, ৭ সেপ্টেম্বর  : কাছাড় জেলায় মোট ৭২ কোটি টাকা ব্যয়ে দুটি নবনির্মিত সেতুর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ আজ বৃহস্পতিবার দুই মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জয়ন্তমল্ল বরুয়া এবং সোনাই, লক্ষ্মীপুর, শিলচর, উধারবন্দ, পাথারকান্দি, রাতাবাড়ির বিধায়ক, সাংসদ কৃপানাথ মালাহ, জেলা পরিষদের সভাপতি সহ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বরাক ও সোনাই নদীর ওপর নবনির্মিত দুই সেতু যথাক্রমে বদ্রিঘাট এবং কাশীপুর সেতু উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী ড. শর্মা প্রথমে উদ্বোধন করেছেন ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেরেঙ্গা ও কাশীপুরকে সংযোগকারী বরাক নদীর ওপর এক কিলোমিটার দীর্ঘ বদ্রিঘাট সেতু। এই সেতু ৩৭ এবং ৫৪ নম্বর জাতীয় সড়ককে শিলচর-ফুলেরতল রোডের সঙ্গেও সংযুক্ত করবে।

১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনাই নদীর ওপর দ্বিতীয় আরসিসি সেতুরও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এই সেতু সোনাইয়ের ডুংরিপার গ্রামে বসবাসকারী সাত হাজারের বেশি মানুষকে উপকৃত করবে।

একদিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এখানেও বরাবরের মতো মুখ্যমন্ত্রী উৎফুল্লিত শিশু ও জনতার ভিড়ে হারিয়ে গিয়েছিলেন।

আজ একটি কনভেনশন সেন্টার, জলজীবন মিশনের প্রকল্প সহ অন্যান্য বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। শিলচর থেকে মুখ্যমন্ত্রী যাবেন হাইলাকান্দি। এ মুহুর্তে মুখ্যমন্ত্রী শিলচরের ডিএসএ মাঠে অনুষ্ঠিত প্রকাশ্য জনসভায় ভাষণ দিচ্ছেন।