মুম্বইয়ে দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী


newsagartala24.com Images

Agartala, Jan 12, 2024, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ১২ জানুয়ারি  : মহারাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি মুম্বই ট্রান্স হারবার লিংক সমুদ্র সেতুর উদ্বোধন করবেন এবং ইস্টার্ন ফ্রিওয়ের অরেঞ্জ গেট থেকে মেরিন ড্রাইভ সংযোগকারী ভূগর্ভস্থ রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সূর্য পানীয় জল প্রকল্পেরও উদ্বোধন করবেন এবং মেগা কমন ফ্যাসিলিটেশন সেন্টার ‘ভারত রত্নম’-এর উদ্বোধন করবেন। বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর মহারাষ্ট্র সফরের একটি সচিত্র সারসংক্ষেপ শেয়ার করা হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নামে এই সেতুর নাম দেওয়া হয়েছে অটল সেতু। এই সমুদ্র সেতু নির্মাণে ১৭,৮৪০ কোটি টাকা খরচ হয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী মোদী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অটল সেতুতে রয়েছে ৬ লেনের রাস্তা। এই ব্রিজের দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার। এই সেতুর মোট দৈর্ঘ্যের ১৬.৫ কিলোমিটার রয়েছে সমুদ্রের উপরে। এবং সাড়ে ৫ কিলোমিটার রয়েছে স্থলের উপরে। এটি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর এবং নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত সংযোগ প্রদান করবে। এটি মুম্বই থেকে পুনে, গোয়া এবং দক্ষিণ ভারতে ভ্রমণের সময়ও কমিয়ে দেবে। এটি মুম্বই বন্দর এবং জওহরলাল নেহেরু বন্দরের মধ্যে সংযোগ উন্নত করবে। এই ব্রিজে গাড়ির সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে থাকতে হবে। এ ছাড়াও ব্রিজের বিভিন্ন প্রান্তে যানের গতি ৪০ কিলোমিটারের মধ্যে থাকতে হবে। গাড়ির গতির নির্ধারিত মাত্রার সাইনবোর্ডও রয়েছে এই সেতুতে। মুম্বইয়ে গড়ে ওঠা দেশের দীর্ঘতম সমুদ্র ব্রিজ অটল সেতুর দিয়ে যেতে পারবে না বাইক, অটো। কেবল মাত্র গাড়ি, ট্যাক্সি, হালকা যানবাহন, মিনিবাস যেতে পারবে। তবে ভারী গাড়ি, মালবাসী লরি এই ব্রিজের উপর দিয়ে চলাচল করতে পারবে না

এদিন প্রধানমন্ত্রী মোদী ইস্টার্ন ফ্রিওয়ের অরেঞ্জ গেট থেকে মেরিন ড্রাইভ সংযোগকারী ভূগর্ভস্থ সড়ক সুড়ঙ্গের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। ৯.২ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি ৮,৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হবে। এদিন প্রধানমন্ত্রী মোদী সূর্য পানীয় জল প্রকল্পের প্রথম ধাপ দেশকে উৎসর্গ করবেন। এটি মহারাষ্ট্রের পালঘর এবং থানে জেলায় পানীয় জল সরবরাহ করবে। প্রধানমন্ত্রী মেগা কমন ফ্যাসিলিটেশন সেন্টার ‘ভারত রত্নম’-এরও উদ্বোধন করবেন।