মুম্বাইয়ে আত্মসমর্পন ত্রিপুরার বড় ব্যবধানে হারলো ত্রিপুরা


newsagartala24.com Images

আগরতলা, Feb 05, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


মুম্বাইয়ে আত্মসমর্পন ত্রিপুরার।।।
বড় ব্যবধানে হারলো ত্রিপুরা। শক্তিশালী মুম্বায়ের কাছে কার্যত আত্মসমর্পন করলো ত্রিপুরা। অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। পশ্চিমবঙ্গের দেশবন্ধু পার্ক মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ১৬৩ রানের বড় ব্যবধানে। ব্যাট ও বল — উভয় বিভাগেই ব্যর্থ হয়েছেন ত্রিপুরার বালিকা ক্রিকেটাররা। মুম্বাইয়ের গড়া ২৮৮ রানের জবাবে ত্রিপুরা মাত্র ১২৫ রান করতে সক্ষম হয়। আসরে ৭ ম্যাচ খেলে ২ টি ম্যাচে জয় পেয়েছে ত্রিপুরা। ৭ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে   দুর্বল নাগাল্যান্ডের বিরুদ্ধে। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেনোপেনার তথা দলনায়িকা রিয়া চৌধুরি। চৌখঝলসানো ইনিংস খেলেন রিয়া। করেন ১৪২ বল খেলে ১৩২ রান। মুম্বাইয়ের ওপেনারটির ইনিংস সাজানো ছিলো ১৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে।এছাড়া খুশি ৭৯ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৭২ রান করেন। তৃতীয় উইকেটে রিয়া এবং খুশি ১৫৫ বল খেলে ১৬৬ রান যোগ করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। ত্রিপুরার পক্ষে অম্বেষা দাস ৫৫ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরা পাহাড় সমান রানের নীচে চাপা পড়ে যায়। ত্রিপুরা ৪৪.‌২ ওভারে ১২৫ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের পক্ষে অন্তরা দাস ৭৩ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৫৩,অম্বেষা দাস ৪২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭, পূজা দাস ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং অনামিকা দাস ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। মুম্বাইয়ের পক্ষে জানভি ১৯ রানে এবং কাশিষ ২২ রানে ২ টি উইকেট দখল করেন।