ম্যাচের সেরা হলেন মণিশঙ্কর মন্দ আলোর জন্য লিড
আগরতলা, Jan 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
ম্যাচের সেরা হলেন মণিশঙ্কর
মন্দ আলোর জন্য লিড
নিতে পারলো না ত্রিপুরা।।।।
তীরে এসে তরী’ ডুবলো ত্রিপুরা। মন্দ আলোর জন্য লিড নিতে পারলো না রাজ্যদল। পাঞ্জাবের বিরুদ্ধে। রণজি ট্রফি ক্রিকেটে। মোহালি-র আই এস বৃন্দা স্টেডিয়ামে পাঞ্জাবের ১০৯ রানের জবাবে মন্দ আলোর জন্য যখন খেলা বন্ধ হয় তখন ত্রিপুরা ২ উইকেট হারিয়ে ৫১ রান করে। প্রথম ইনিংস শেষ না হওয়ায় দুদলই পেলো ২ পয়েন্ট করে।
তবে ত্রিপুরার সান্তনা ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন মণিশঙ্কর মুড়াসিং। মরশুমে ৩ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১০। ৭ উইকেটে ৭৮ রান নিয়ে খেলতে নেমে সোমবার আরও ৩১ রান যোগ করার ফঁাকে শেষ তিনটি উইকেট হারায় পাঞ্জাব। একমাত্র নেহাল ওয়াধেরা কিছুইটা লড়াই করে দলকে শতরানের গন্ডি পার করতে সাহায্য করেন। নেহাল ৯৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন। ত্রিপুরার পক্ষে মণিসঙ্কর মুড়াসিং ২২ রানে, রাণা দত্ত ২৮ রানে ৩ টি করে এবং পারভেজ সুলতান ৭ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ২২ গজে ঝড় তুলেন ত্রিপুরার ব্যাটসম্যান-রা। মন্দ আলোর জন্য যখন খেলা শেষ হয় তখন ৭ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৫১ রান করে ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে বিক্রম কুমার দাস ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং দলনায়ক ঋদ্ধিমান সাহা ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ম্যাচটি শেষ হয় অমিমাংশিতভাবে।