যাওয়া হলো সুপার ফোরে প্রগতি প্লে সেন্টারের।।


newsagartala24.com Images

আগরতলা, Jan 25, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


যাওয়া হলো সুপার ফোরে প্রগতি প্লে সেন্টারের।   এগিয়ে চলোর বিজয়রথে ফুল স্টপ লাগালো প্রগতি প্লে সেন্টার। বৃহস্পতিবার ১৫ ক্রিকেটে লিগে নিজেদের শেষ ম্যাচে এগিয়ে চলো সংঘ মুখোমুখি হয় প্রগতির। ম্যাচে প্রগতি দল ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো এগিয়ে চলো সংঘকে। টসে জয়লাভ করে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৬১ রান। ব্যাটে দলের পক্ষে ময়ুক চৌধুরী সর্বাধিক ৩৭ রান করে। এছাড়া মাহিন চৌধুরী ১০, রাজা রায় ১৪, অর্পণ ভট্টাচার্য ১৮, স্নেহাংশু রায় ১৪, নীল দেববর্মা ১২, রাজদীপ সিনহা অপরাজিত ১৫ রান করে।

বলে প্রগতির হয়ে অংশুমান নন্দী তিনটি এবং দুটো উইকেট দখল করে ইয়াশমিত দেবরায়। একটি উইকেট নেয় মাহির্নব লস্কর। জয়ের জন্য প্রগতির সামনে টার্গেট দাঁড়ায় ১৬২ রানের। তবে সুপার ফোরে যাবার জন্য এই টার্গেটটা ৩০ ওভারে করা দরকার ছিল প্রগতির। কিন্তু শুরুটা খুবই ধীর গতিতে হবার ফলে তা আর হয়ে উঠেনি। যদি ও ম্যাচে ৩৮.৩ওভারে জয়ের রান করে নেয় প্রগতি দল। কিন্তু এই জয়টা শুধুই মনকে সান্ত্বনা দেবার জয়ই বটে। ব্যাটে প্রগতির হয়ে এই ম্যাচে তন্ময় সরকার ৪৬ রানে নট আউট থাকে। এছাড়া মাহির্নব লস্কর ৪১, স্বস্তিক দেবনাথ ১৫ ,ইয়াশ দেববর্মা ২২ রান করে। বলে এগিয়ে চলোর পক্ষে মাহিন চৌধুরী দুটি এবং একটি করে উইকেট নেয় অর্পণ ভট্টাচার্য, স্পন্দন বণিক, রাজদীপ সিনহা, নীল দেববর্মা, ময়ুক দেববর্মারা।